AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assam: ৬ বছরের চাকরিতেই কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত আয়, অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Assam Civil Service officer arrested: মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের অফিসাররা নূপুরের গুয়াহাটির বাসভবনে হানা দেন। সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৯২ লক্ষ টাকা ও প্রায় ১ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেন। বারপেটায় নূপুরের একটি ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।

Assam: ৬ বছরের চাকরিতেই কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত আয়, অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
গ্রেফতার করা হয়েছে অফিসার নূপুর বোরাকে
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 3:54 PM
Share

গুয়াহাটি: ৬ বছর আগে চাকরিতে যোগ দিয়েছেন। আর এই ৬ বছরেই কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ অসমের এক পদস্থ আধিকারিকের বিরুদ্ধে। সোমবার অসম সিভিল সার্ভিসের ওই অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নূপুর বোরা। বর্তমানে কামরূপের সার্কেল অফিসার হিসেবে কর্মরত তিনি। তাঁর বাসভবন ও অন্য একটি ভাড়াবাড়িতে হানা দিয়ে নগদ কোটি টাকা ও কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

গোলাঘাটের বাসিন্দা নূপুর ২০১৯ সালে অসম সিভিল সার্ভিস সার্ভিসে ভাল রেজাল্ট করেছিলেন। বর্তমানে কামরূপ জেলার গোড়োইমারির সার্কেল অফিসার হিসেবে কর্মরত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ৬ মাস ধরে নূপুরের উপর নজরদারি চালানো হয়। বরপেটায় রেভিনিউ সার্কেল অফিসার থাকার সময় নূপুরের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, “টাকার বিনিময়ে হিন্দুদের জমি সন্দেহজনক ব্যক্তিদের বিক্রি করেছেন এই অফিসার। আমরা তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছি।”

মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের অফিসাররা নূপুরের গুয়াহাটির বাসভবনে হানা দেন। সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৯২ লক্ষ টাকা ও প্রায় ১ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেন। বারপেটায় নূপুরের একটি ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। স্পেশাল ভিজিল্যান্স সেল নূপুরের সহযোগী হিসেবে অভিযুক্ত লাট মণ্ডল সুরজিৎ ডেকা নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালায়। ওই ব্যক্তি বরপেটায় রেভিনিউ সার্কেল অফিসে চাকরি করেন। নূপুর বরপেটায় সার্কেল অফিসার থাকার সময় সুরজিৎ তাঁর সঙ্গে মিলে একাধিক জমি দখল করেন বলে অভিযোগ।