Post Office Fraud: কী দুঃসাহস! পোস্ট মাস্টারই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে
Financial Fraud: আন্ধারি ব্রাঞ্চের পোস্ট অফিসে কর্মরত ওই পোস্টমাস্টার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়েছিলেন। এই ঘটনা সামনে আসতেই আতঙ্কিত গ্রামবাসীরা, তারা চিন্তায় যে জমা রাখা টাকার কী হবে।

ভুবনেশ্বর: গরিব, মধ্যবিত্ত মানুষের জমা পুঁজি ছিল ওই টাকা। যখন যেটুকু সম্ভব হত, টাকা জমিয়ে রাখতেন পোস্ট অফিস (Post Office) অ্যাকাউন্টে। কিন্তু সত্যিই কি তাদের অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়ছিল? বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এক মহিলা। তাঁর পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে কেউ ১০ হাজার টাকা তুলে নিয়েছেন। সেই টাকার খোঁজ করতে গিয়ে তো চক্ষু চড়কগাছ। একজন নয়, এমন হয়েছে অনেকের সঙ্গেই। কে হাতিয়ে নিচ্ছিল পোস্ট অফিসে জমা পড়া টাকা?
পোস্ট অফিসের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল ওড়িশার সুন্দরগড় জেলায়। পরে ঘটনাগুলি খতিয়ে দেখতেই জানা যায়, আর কেউ নয়, খোদ পোস্টমাস্টারই টাকা হাতিয়ে নিচ্ছিলেন!
আন্ধারি ব্রাঞ্চের পোস্ট অফিসে কর্মরত ওই পোস্টমাস্টার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়েছিলেন। এই ঘটনা সামনে আসতেই আতঙ্কিত গ্রামবাসীরা, তারা চিন্তায় যে জমা রাখা টাকার কী হবে।
সুনীতা সাহু নামক এক মহিলা প্রথম লক্ষ্য করেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ ১০ হাজার টাকা তুলে নিয়েছেন। এই নিয়ে অভিযোগ জানাতেই তদন্ত শুরু হয়। এরপর জানা যায় সুচিতা খেস নামক পোস্টমাস্টার ওই টাকা তুলে নিয়েছিলেন। আরও তদন্ত করতেই জানা যায়, তিনি এমন একাধিক অ্যকাউন্ট থেকেই টাকা তুলে নিয়েছেন।অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এভাবে কতজনের টাকা চুরি করে নেওয়া হয়েছে, তা কেউ জানে না। গ্রাহকরা কোন ভরসায় টাকা রাখবেন?
