Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: ১৪ দিন ধরে ৩৬টি ট্রেন বাতিল করল থাকছে রেল, জেনে নিন পুরো তালিকা

Railway: আগামী কয়েক দিনের জন্য তিন ডজন ট্রেন বাতিল করেছে রেল। ফলে যারা ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছে, তাদের জেনে নেওয়া দরকার সেই বাতিল হওয়া ট্রেনের তালিকা।

Railway: ১৪ দিন ধরে ৩৬টি ট্রেন বাতিল করল থাকছে রেল, জেনে নিন পুরো তালিকা
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 4:43 PM

নয়া দিল্লি: রেলের কাজের জন্য বাতিল থাকছে বেশ কয়েকটি ট্রেন। যাত্রীদের সুবিধার্থে রেলপথের উন্নয়নের কাজ করছে রেল। নেটওয়ার্ক সম্প্রসারণের কাজের জন্য রেল পরিষেবা ব্যহত হবে বলে জানা গিয়েছে।

আগামী কয়েক দিনের জন্য তিন ডজন ট্রেন বাতিল করেছে রেল। ফলে যারা ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছে, তাদের জেনে নেওয়া দরকার সেই বাতিল হওয়া ট্রেনের তালিকা।

আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে রেলওয়ে। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এই নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব মধ্য রেল সূত্রে খবর, ছত্তিশগড়ের বিলাসপুর-ঝাড়সুগুড়া রুটে চতুর্থ লাইনের কাজ করা হবে। এই কাজের জন্য ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ছত্তিশগড়ের মধ্য দিয়ে যাওয়া প্রায় তিন ডজন ট্রেন বাতিল করা হয়েছে।

দেখে নিন বাতিল হওয়ার ট্রেনের তালিকা

৬৮৭৩৭ রায়গড়-বিলাসপুর মেমু ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে চলাচল করবে।

৬৮৭৩৮ বিলাসপুর-রায়গড় মেমু ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল বিলাসপুর থেকে চলাচল করবে।

৬৮৭৩৬ বিলাসপুর-রায়গড় মেমু ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বিলাসপুর থেকে চলাচল করবে।

৬৮৭৩৫ রায়গড়-বিলাসপুর মেমু ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে চলাচল করবে।

১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে চলাচল করবে।

১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল বিলাসপুর থেকে চলাচল করবে।

১৮১০৯ টাটানগর-নেতা সুভাষ চন্দ্র বসু (ইতোয়ারী) এক্সপ্রেস ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে চলাচল করবে।

১৮১১০ সুভাষ চন্দ্র বসু (ইতোয়ারী)-টাটানগর এক্সপ্রেস ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নেতা সুভাষ চন্দ্র বসু (ইতোয়ারী)-টাটানগর এক্সপ্রেস চলাচল করবে।

২০৮২৮ সাঁতরাগাছি-জব্বলপুর এক্সপ্রেস ৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলাচল করবে।

২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল জবলপুর থেকে চলাচল করবে।

১৭০০৮ দারভাঙ্গা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ১১ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২২ এপ্রিল এবং ২৫ এপ্রিল দারভাঙ্গা থেকে চলাচল করবে।

১৭০০৭ সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙ্গা এক্সপ্রেস ৮ এপ্রিল, ১২ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২২ এপ্রিল সেকেন্দ্রাবাদ থেকে চলাচল করবে।

২০৮২২ সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলবে।

২০৮২১ পুনে-সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস ১৪ এপ্রিল এবং ২১ এপ্রিল পুনে থেকে চলবে।

১২৮৮০ ভুবনেশ্বর-কুরলা এক্সপ্রেস ১০ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ২১ এপ্রিল ভুবনেশ্বর থেকে ছেড়ে যাবে।

১২৮৭৯ কুরলা-ভুবনেশ্বর এক্সপ্রেস ১২, ১৬, ১৯ এবং ২৩ এপ্রিল কুরলা থেকে ছেড়ে যাবে।

২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল বিলাসপুর থেকে চলাচল করবে।

২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল পাটনা থেকে চলাচল করবে।

১২৮৭০ হাওড়া-মুম্বাই এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল হাওড়া থেকে ছেড়ে যাবে।

১২৮৬৯ মুম্বাই-হাওড়া এক্সপ্রেস ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল মুম্বাই থেকে ছেড়ে যাবে।

১২১৫১ এলটিটি-শালিমার এক্সপ্রেস ৯, ১০, ১৬ এবং ১৭ এপ্রিল এলটিটি থেকে চলাচল করবে।

১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলাচল করবে।

২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল হাওড়া থেকে ছেড়ে যাবে।

২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাইনগর শিরডি থেকে চলাচল করবে।

১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাতিয়া থেকে চলাচল করবে।

১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস ১৩, ১৪, ২০ এবং ২১ এপ্রিল এলটিটি থেকে চলাচল করবে।

১২১২৯ পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল পুনে থেকে ছেড়ে যাবে।

১২১৩০ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে ছেড়ে যাবে।

১২৮৫৯ মুম্বাই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল মুম্বাই থেকে ছেড়ে যাবে।

১২৮৬০ হাওড়া-মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে ছেড়ে যাবে।

১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাওড়া থেকে ছেড়ে যাবে।

১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২, ১৪, ১৯ এবং ২১ এপ্রিল পুনে থেকে চলাচল করবে।

১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল পোরবন্দর থেকে চলাচল করবে।

১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলাচল করবে।

১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলাচল করবে।

১২১০২ শালিমার – এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল শালিমার থেকে চলাচল করবে।