AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR ফর্মে এই ভুল করলে আপনার জেল পর্যন্ত হতে পারে! এই কাজ করেননি তো?

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে এসআইআরের এনুমারেশন ফর্ম বিলি শেষ, বর্তমানে ভোটারদের পূরণ করা ফর্ম সংগ্রহ চলছে। এসআইআরের ফর্ম পূরণে যথেষ্ট সাহায্য করছেন বিএলও, বিএলএ-রা। কোনও তথ্য লিখতে গিয়ে ভুল হলে, তা কেটে পাশে আবার স্পষ্ট করে লিখতে বলা হয়েছে। তবে এসআইআর ফর্ম পূরণের সময় ভোটাররা যদি এই ভুল করে থাকেন, তাহলে কিন্তু জেল যাত্রাও হতে পারে।

SIR ফর্মে এই ভুল করলে আপনার জেল পর্যন্ত হতে পারে! এই কাজ করেননি তো?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Nov 21, 2025 | 8:01 AM
Share

নয়া দিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন (Special Intensive Revision)। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। এর আগে বিহারে এসআইআর হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও এসআইআরের এনুমারেশন ফর্ম বিলি শেষ, বর্তমানে ভোটারদের পূরণ করা ফর্ম সংগ্রহ চলছে। এসআইআরের ফর্ম পূরণে যথেষ্ট সাহায্য করছেন বিএলও, বিএলএ-রা। কোনও তথ্য লিখতে গিয়ে ভুল হলে, তা কেটে পাশে আবার স্পষ্ট করে লিখতে বলা হয়েছে। তবে এসআইআর ফর্ম পূরণের সময় ভোটাররা যদি এই ভুল করে থাকেন, তাহলে কিন্তু জেল যাত্রাও হতে পারে। কী সেই ভুল?

এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে কোনও ভোটারের যদি দুই জায়গায় নাম থাকে, তাহলে তিনি দুই জায়গা থেকেই ফর্ম পূরণ করতে পারবেন, এমনটা নয়। ভোটারদের তালিকায় কেবল এক জায়গাতেই নাম থাকবে। যদি দুই জায়গায় নাম থাকে, তাহলে এক জায়গা থেকে নাম কাটিয়ে দিতে হবে।

যদি কোনও ভোটারের গ্রামে বা শহরে বাড়ি হয়, কর্মসূত্রে অন্য শহরে থাকেন এবং সেখানেও আলাদা ভোটার কার্ড তৈরি করেছেন, তাহলে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় তিনি ভোটার থাকতে চান। অন্য জায়গা থেকে নাম বাদ দিয়ে দিতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের দুই জায়গা থেকে এসআইআর ফর্ম পূরণ করা উচিত নয়। যদি কেউ দুই জায়গা থেকেই ফর্ম পূরণ করেন, তবে তা জনপ্রতিনিধিত্ব আইনের লঙ্ঘন বলেই গণ্য করা হবে। এই আইনের ৩১ নম্বর ধারায় বলা আছে যে কোনও ভোটার যদি ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন বা পরিমার্জনের সময় মিথ্যা বিবৃতি দেন, তাহলে ১ বছর পর্যন্ত জেল বা জরিমানা কিংবা উভয় শাস্তিই হতে পারে।

এই বিষয়ে আরও ব্যাখ্যা করেছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া। তিনি জানিয়েছেন যে ডিজিটাল সিস্টেমে দুইবার এন্ট্রি বন্ধ করা হবে। ডাটাবেস তৎক্ষণাত শনাক্ত করবে যে কোন ভোটার দুটি স্থান থেকে ফর্ম পূরণ করেছে। তাই আপনি যেখানে থাকেন এবং ভোট দেন, সেখান থেকেই এসআইআরের ফর্ম পূরণ করা উচিত।