AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: সাহারার টাকায় SEBI-কে ‘ছাড়পত্র’! সুব্রতর মৃত্যুর দু’বছরের মাথায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on Sahara India: এর আগে সুব্রত রায়ের সংস্থার জেরে চোট যাওয়া ২৫ হাজার কোটি টাকা সাহারার থেকে সেবি বা শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই তহবিল এবার ৫ হাজার কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের আবার ফিরিয়ে দেওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চের।

Supreme Court: সাহারার টাকায় SEBI-কে 'ছাড়পত্র'! সুব্রতর মৃত্যুর দু'বছরের মাথায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতীকী ছবিImage Credit: PTI | Getty Image
| Updated on: Sep 14, 2025 | 11:31 PM
Share

নয়াদিল্লি: সাহারা ফান্ডের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতির জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ অনুযায়ী, সাহারা ফান্ডে বিনিয়োগ হওয়া পাঁচ হাজার কোটি টাকা, যা বর্তমানে সেবির কাছে রয়েছে, তা এবার বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে হবে।

সাহারার টাকা ফেরত দেওয়ার উদ্যোগ এই প্রথম নয়। কয়েক বছর আগেও একটি পোর্টাল তৈরি করে সাহারাতে বিনিয়োগকারী সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কেন্দ্র। একাংশ বলছেন, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সেই বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, এর আগে সুব্রত রায়ের সংস্থার জেরে চোট যাওয়া ২৫ হাজার কোটি টাকা সাহারার থেকে সেবি বা শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই তহবিল থেকে এবার ৫ হাজার কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের আবার ফিরিয়ে দেওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চের।

এদিনের শুনানি চলাকালীন সাহারার ফান্ডের টাকা ফেরত দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন কেন্দ্রের প্রতিনিধি তথা সলিসিটির জেনারেল তুষার মেহতা। আদালত সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই টাকা সাধারণ মানুষকে ফেরত দেওয়া হবে, তার একটা রোডম্যাপ জানতে চেয়েছিলেন বিচারপতিরা। উল্লেখ্য, কয়েক বছর আগেই সুব্রত রায় প্রয়াত হয়েছেন। কিন্তু সাহারার ধন্দ এখনও কাটেনি। ইতিমধ্য়েই এই আর্থিক কেলেঙ্কারির মামলায় গত সপ্তাহেই নতুন করে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যাতে নাম রয়েছে সুব্রত রায়ের স্ত্রী-পুত্র-সহ বেশ কয়েকজনের।