Supreme Court: থানার ভোলবদলের পরামর্শ সুপ্রিম কোর্টের, দ্বারস্থ হতে বলল IIT-গুলির কাছে
Supreme Court on Police Control Room: একটি হিন্দি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্বিগ্ন করেছে সুপ্রিম কোর্টকে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাসে রাজস্থানে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোট ১১ জনের মৃ্ত্যু হয়েছে। সেই ভিত্তিতে থানাগুলির কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে, নানা যুক্তি খাঁড়া করেছিল থানাগুলি। কেউ বলছিল, ক্য়ামেরা খারাপ, কেউ আবার বলছে,'মেমোরি ফুল'।

নয়াদিল্লি: তৈরি করা যেতে পারে কন্ট্রোল রুম। সিসি ক্য়ামেরার ফুটেজে সর্বক্ষণ নজর রাখার জন্য বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের। দেশের থানাগুলির ভোল বদলেযন্ত্রনির্ভরতা বাড়ানোর পর্যবেক্ষণ বেঞ্চের। সোমবার একটি স্বতপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন এমন পরামর্শ দিল শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ, ‘বিষয়টা নজরদারির। আজ কর্তব্যরত অফিসাররা নির্দেশ মানছেন। কিন্তু আগামী দিনে? কেউ যদি ক্যামেরাগুলি বন্ধ করে দেয়। আমাদের এই নিয়ে বিকল্প ভাবতে হবে। আমরা ভাবছি, একটা কন্ট্রোল রুম তৈরি করলে কেমন হয়, যেখানে কোনও মানুষের হস্তক্ষেপই থাকবে না। কোনও একটি স্বাধীন সেই সিসিটিভিগুলি নজরদারির কাজ করবে। আর এই ব্যবস্থাপনা তৈরির কাজে দেশের আইআইটিগুলি আমাদের সাহায্য করতে পারবে।’
কিন্তু হঠাৎ করে কেন এই বিষয়টি উদ্বিগ্ন হল দেশের শীর্ষ আদালত? একটি হিন্দি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্বিগ্ন করেছে সুপ্রিম কোর্টকে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাসে রাজস্থানে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোট ১১ জনের মৃ্ত্যু হয়েছে। সেই ভিত্তিতে থানাগুলির কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে, নানা যুক্তি খাঁড়া করেছিল থানাগুলি। কেউ বলছিল, ক্য়ামেরা খারাপ, কেউ আবার বলছে,’মেমোরি ফুল’। পুলিশের ওই দাবি শুনেই গত ৪ঠা সেপ্টেম্বর এই নিয়ে স্বতপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট।
এই সিসিটিভি ক্যামেরা নিয়েই এর আগে আরও একটি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ২রা ডিসেম্বর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত থানায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি ইডি, সিবিআইয়ের দফতরেও সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল বেঞ্চ। এদিন শুনানি চলাকালীন সেই নির্দেশ প্রসঙ্গে আইনজীবী দুষ্য়ন্ত দাভে আদালতকে জানান, সুপ্রিম-নির্দেশ এখনও অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলই মানেনি।
