Supreme Court: তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের, R G Kar মামলায় বড় নির্দেশ
Supreme Court: তিলোত্তমার বাবা-মায়ের আবেদন মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে এই মামলার শুনানি।

নয়া দিল্লি: আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে দেয়, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে এই মামলার শুনানি। উল্লেখ্য, এদিনে প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
প্রথম থেকেই এই মামলার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা-মা। সিবিআই-এর নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন তিলোত্তমার বাবা-মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তিলোত্তমার বাবা। আর সেই আবেদনে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন।
সে সময়ে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত, তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, তিলোত্তমার পরিবার অভিযোগ করেছেন, চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে, সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। এই দুটি বিষয় উল্লেখ করেই প্রধান বিচারপতি নতুন করে তদন্ত চেয়ে তিলোত্তমার বাবার যে আবেদন, তাতে মান্যতা দেননি।
সেই পিটিশন প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন, তিনি নতুন করে আরও একটি পিটিশন ফাইল করতে চান। তখনএকটা বিষয় নতুন করে উঠে আসে। এই নতুন পিটিশনের শুনানি কোথায় হবে! সোমবার সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশনই ফাইল করেন করুণা নন্দী। সেখানে বলা হয়, এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয়, সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্টে যাতায়াতের খরচ বহন করাও তিলোত্তমার পরিবারের কাছে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকেই মান্যতা দিয়েছে।
অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তদন্তে অসন্তোষ জানিয়ে যে নতুন করে পিটিশনটি ফাইল হয়েছিল, সেই মামলারই শুনানি এবার থেকে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
উল্লেখ্য, একটি নতুন পিটিশনের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তার মানে এই নয় যে, সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সরে গেল। আগামী ১৩ মে যে সপ্তাহ শুরু হচ্ছে, তখন এই মামলা আবারও তালিকাভুক্ত হবে।





