Sudip Bandyopadhyay : ‘অধিবেশনের প্রথম দিনেই ধর্না দেবে তৃণমূল’, কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ সুদীপের

Sudip Bandyopadhyay : রবিবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ জানিয়েছেন, সংসদের অধিবেশনের প্রথমদিনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল। সংসদীয় কমিটির নির্দেশিকাকে চ্য়ালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ তৃণমূলের তরফে।

Sudip Bandyopadhyay : 'অধিবেশনের প্রথম দিনেই ধর্না দেবে তৃণমূল', কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ সুদীপের
সুদীপ বন্দ্যোপাধ্য়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 5:20 PM

নয়া দিল্লি : সম্প্রতি বাদল অধিবেশনের শুরু আগেই সংসদীয় কমিটির তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল। এক কথায় অসংসদীয় শব্দের পুস্তিকা প্রকাশ করা হয়েছে। একাধিক হিন্দি ও ইংরেজি শব্দকে অসংসদীয় বলে আখ্যায়িত করা হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে সংসদ ভবন চত্বরে কোনওরকম ধর্না প্রদর্শন করা যাবে না। এবার সংসদের এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সরকারের তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠক শেষেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ। সেখানেই তিনি জানান, দরকার হলে সংসদে অধিবেশনের প্রথম দিনে তাঁরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবেন।

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘অসংসদীয় শব্দের তালিকা, ধর্না দেওয়া বন্ধ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা সৃষ্টি কীভাবে হতে পারে। দরকার হলে আমরা অধিবেশনের প্রথম দিনেই গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেব।’ অর্থাৎ, তৃণমূলের তরফে এদিন কেন্দ্রের এই নির্দেশিকাকে সরাসরি চ্য়ালেঞ্জ জানানো হল। প্রসঙ্গত, আগামিকাল থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু আগামিকাল রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। তাই সেদিন ধর্না প্রদর্শন করা সম্ভব নয়। আর এদিকে ২১ জুলাই অবধি সংসদের দুই কক্ষে তৃণমূলের তরফে দু’জন করে সাংসদ উপস্থিত থাকবেন। তাই ২৪ তারিখ সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় আরও একাধিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন, উপদেষ্টা কমিটির কাছে কেন্দ্রের তিন সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক অগ্নিবীর নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হয়। তিনি এই প্রকল্প বাতিলের কথাও বলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, লোকসভার অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, প্রথমে সংসদের সর্বদলীয় বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। পরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তারপরই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। আর আজ এই বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় উত্থাপন করেন তিনি। তিনি বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে তাঁর প্রাপ্য় আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে।’