AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোজভ্যালি-কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই

Rosevalley: শুক্রবার জমা পড়েছে এই চার্জশিট। রোজভ্যালির চেয়ারম্যান গৌতম কুণ্ডু-সহ বেশ কয়েকজনের নাম রয়েছে ওই চার্জশিটে।

রোজভ্যালি-কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 4:23 PM
Share

আগরতলা:  শুধু এ রাজ্যে নয়, ত্রিপুরাতেও বিস্তৃত ছিল রোজভ্যালি-কাণ্ডের জাল। আর সেই মামলায় গতকাল, ত্রিপুরার একটি জেলা আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। সিবিআই-এর অভিযোগ জমি বুকিং করার লোভ দেখিয়ে ৩১ কোটি টাকা হাতিয়েছিল ওই সংস্থা। রোজভ্যালির বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

চার্জশিটে সিবিআই জানিয়েছে গৌতম কুণ্ডু তাঁর নিজের নামে ও তাঁর সহযোগীদের নামে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন আর সেই সব অ্যাকাউন্টের মাধ্যেই নয়ছয় হয়েছে কোটি কোটি টাকা। সিবিআই-এর দাবি, ব্যাপক লোকসানের মুখ দেখেও জনসমক্ষে নিজেদের লাভজনক সংস্থা বলে দাবি করত রোজভ্যালি। বেআইনিভাবে একাধিক এজেন্ট রেখে তাদেরকে কমিশন পাওয়ার লোভ দেখিয়ে তাদের মাধ্যমে টাকা তুলত ওই সংস্থা।

আরও পড়ুন: বিধানসভার আদব কায়দা শেখাতে বিজেপির ‘কোচিং’, ক্লাস নিচ্ছেন ‘দিলীপ স্যার’, ‘শুভেন্দু স্যার’

চলতি বছর রোজভ্যালিতে গ্রেফতার হন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। আগেই গ্রেফতার হয়েছিলেন গৌতম কুন্ডু। পরে গ্রেফতার হন শুভ্রা কুণ্ডু। আগেই রোজভ্যালি মামলায় কর্নধার গৌতম কুন্ডুকে ইডি গ্রেফতার করে।

TV9 EXCLUSIVE

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?