TV9 Festival of India Day 4: দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা, শানের লাইভ কনসার্ট… টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় চতুর্থ দিনে আর কী কী থাকছে?
দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার চতুর্থ দিনটি বিশেষ হতে চলেছে। দেবী সিদ্ধিদাত্রীর পুজোর পর, জনপ্রিয় গায়ক শান একটি লাইভ কনসার্ট করবেন। আজ সন্ধ্যায়, শানের সুরেলা জাদুতে মাতোয়ারা হবেন সকলে।

নবরাত্রির আজ নবম দিন। এ দিন দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা হয়। নবরাত্রি সেলিব্রেশনে অনেকে মেতে রয়েছেন। দিল্লিবাসীদের উপরি পাওনা টিভি নাইন বাংলার ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। আজ দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের চতুর্থ দিন। এদিন দেবী সিদ্ধিদাত্রীর পূজা এবং মন্ত্র জপ হবে। তারপর থাকছে বিশেষ আকর্ষণ। ২৮শে সেপ্টেম্বর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছিল টিভি নাইন ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। এই উৎসব ২রা অক্টোবর পর্যন্ত চলবে। চলুন জেনে নেওয়া যাক আজ, ১লা অক্টোবর কোন কোন বিশেষ অনুষ্ঠানের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
আজকের অনুষ্ঠানের সময়সূচী কী?
বুধবার, মহানবমী। টিভি নাইন ফেস্টিভ্যালের চতুর্থ দিনটিকে স্মরণীয় এবং দর্শনীয় করে তুলতে, নবমী পূজা শুরু সকাল ১০.০০ টায়। এরপর ১১.৩০ টায় রয়েছে ভোগদান। এরপর, দুপুর ১২.৩০ মিনিটে পুষ্পাঞ্জলি। এবং হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে বিশেষ আকর্ষণ। দিল্লিবাসীরা আজ যদি এই সুযোগটি হাতছাড়া করতে না চান, তা হলে শীঘ্রই এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যদি কোনও কারণে সকালে এখানে অনুষ্ঠিত হওয়া পুজোতে যোগ দিতে না পারেন, তা হলে রাত ৮.০০ টায় সন্ধ্যার আরতিও রয়েছে। তাতে যোগ দিতে পারবেন।
শানের গানে স্মরণীয় হতে থাকবে নবমীর সন্ধ্যা
জনপ্রিয় গায়ক শান আজ TV9 ফেস্টিভ্যালের আকর্ষণ আরও বাড়িয়ে দেবেন। তাঁর সুরেলা গানের অপেক্ষায় হাজার হাজার মানুষ। আপনিও কি এগুলো শুনতে চান? তা হলে আজকের অনুষ্ঠানটি মিস করবেন না। কারণ শানের কনসার্টটি সন্ধ্যা ৭ টায় শুরু হতে চলেছে।
তৃতীয় দিনে কী ঘটেছিল?
দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তৃতীয় দিনে এবং নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর আরতি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল, উত্তর প্রদেশের মন্ত্রী সুনীল কুমার শর্মা এবং কংগ্রেস নেত্রী অলকা লাম্বা সহ বেশ কয়েকজন সেলিব্রিটি তৃতীয় দিনে উৎসবে যোগ দিয়েছিলেন। উত্তর প্রদেশ সরকারের আইটি এবং ইলেকট্রনিক্স মন্ত্রী সুনীল কুমার শর্মা, TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছিলেন এবং দেবী দুর্গার আরাধনা করেছিলেন। তাঁর মতামত প্রকাশ করে মন্ত্রী সুনীল কুমার শর্মা বলেন, “এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান। প্যান্ডেলে বসে মনে হয়েছিল যেন দেবী দুর্গার পায়ের কাছে বসে আছি। এখানে এসে দারুণ অনুভূতি হল।”
