TV9 festival of India: TV9-র ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’-য় মেতে উঠুন মহাসপ্তমীতে

TV9 festival of India: এবার 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ৯ অক্টোবর উৎসব শুরু হয়েছে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। পাঁচদিন ব্যাপী একাধিক অনুষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার মহাসপ্তমীতে সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। মহাসপ্তমীতে নবপত্রিকার স্নান, মায়ের চক্ষুদান ও পুষ্পাঞ্জলি রয়েছে।

TV9 festival of India: TV9-র 'ফেস্টিভাল অব ইন্ডিয়া'-য় মেতে উঠুন মহাসপ্তমীতে
'ফেস্টিভাল অব ইন্ডিয়া'-য় পাঁচদিন ব্যাপী উৎসব
Follow Us:
| Updated on: Oct 10, 2024 | 4:59 PM

নয়াদিল্লি: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবে সবাইকে নিয়ে মেতে ওঠার জন্য দিল্লিতে ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’-র আয়োজন করেছে টিভি৯। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে এই উৎসব। নজরকাড়া প্রতিমা, সাজসজ্জা। গানের তালে মেতে ওঠার সুযোগও রয়েছে ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’-য়। নিজেদের পছন্দমতো কেনাকাটার সুযোগও পাচ্ছেন দর্শনার্থীরা। তার জন্য রয়েছে নানারকমের স্টল। রয়েছে খাবারের নানা স্টলও।

এবার ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’ দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ৯ অক্টোবর উৎসব শুরু হয়েছে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। পাঁচদিন ব্যাপী একাধিক অনুষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার মহাসপ্তমীতে সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। মহাসপ্তমীতে নবপত্রিকার স্নান, মায়ের চক্ষুদান আরতি ও পুষ্পাঞ্জলি রয়েছে। পুষ্পাঞ্জলি দিতে পারবেন দর্শনার্থীরা। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন।

শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ নয়, দর্শনার্থীদের জন্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। যাতে এই উৎসবের অংশ হতে পারেন তাঁরা। মহাসপ্তমীতে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত রঙ্গোলি আঁকার প্রতিযোগিতা রয়েছে। দর্শনার্থীরা তাতে অংশ নিতে পারবেন।

এই খবরটিও পড়ুন

শুধু ঠাকুর দেখা নয়, দর্শনার্থীরা যাতে নিজেদের পছন্দমতো কেনাকাটা করতে পারেন, তার জন্য রয়েছে ২৫০টির বেশি স্টল। যেখানে ঘর সাজানোর জিনিস থেকে বিউটি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের জিভে জল আনতে রয়েছে নানা খাবারের স্টল। ভারতের বিভিন্ন প্রান্তের রকমারি খাবারের স্টল রয়েছে। দিল্লির স্ট্রিট ফুড থেকে শুরু করে লউনউয়ের কাবাব পাবেন। রয়েছে বাংলার নানা রকমের মিষ্টি। প্রতি সন্ধ্যায় গানের অনুষ্ঠান। শিল্পীদের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

মহাষ্টমী ও নবমীতেও রয়েছে নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা। ১১ অক্টোবর সন্ধ্যায় সাড়ে ৬টায় ডান্ডিয়া নাচে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। ওইদিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ধুনুচি নাচে মেতে উঠতে পারবেন। ১২ অক্টোবর শিশুদের জন্য রয়েছে নানা প্রতিযোগিতা। সকাল ১১টা থেকে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। রয়েছে নাচের প্রতিযোগিতা। ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত রয়েছে অন্ত্যাক্ষরী প্রতিযোগিতা। ওইদিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। ওইদিন সিঁদুর খেলা হবে ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’-য়।

টিভি৯-র এই ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’ উৎসবে প্রবেশের জন্য কোনও প্রবেশমূল্য লাগে না। দর্শনার্থীরা যখন খুশি উৎসবে সামিল হতে পারেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?