Amit Shah: ‘বাপ-ঠাকুর্দাকে নয়, দল নির্বিশেষে সম্মান দেয় বিজেপি’, ভারতরত্নের রাজনীতিকরণ নিয়ে জবাব শাহের
What India Thinks Today: TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ভারতরত্ন ঘোষণার পর অনেকের বিজেপিতে যোগদান নিয়ে ভুল তথ্য রটানো হচ্ছে। আগে ভারতরত্ন দেওয়া হয়েছে, তারপর এরা যোগ দিয়েছে। কংগ্রেসের অনেক নেতাকে আমরা ভারতরত্ন দিয়েছি। নরসিমহা রাও-কে ভারতরত্ন দিয়ে আমাদের কী লাভ?"
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই ভারতরত্ন পুরস্কারের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কর্পূরি ঠাকুর থেকে নরসিমহা রাও-কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছে ভারত সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ, ভারতরত্ন নিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। TV9 নেটওয়ার্কের “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” (What India Thinks Today)-র মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের এই অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এ দিন ভারতরত্ন ও তা নিয়ে রাজনীতিকরণের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ভারতরত্ন ঘোষণার পর অনেকের বিজেপিতে যোগদান নিয়ে ভুল তথ্য রটানো হচ্ছে। আগে ভারতরত্ন দেওয়া হয়েছে, তারপর এরা যোগ দিয়েছে। কংগ্রেসের অনেক নেতাকে আমরা ভারতরত্ন দিয়েছি। নরসিমহা রাও-কে ভারতরত্ন দিয়ে আমাদের কী লাভ? তরুণ গগৌকে ভারতরত্ন দিয়ে কী লাভ করেছি আমরা? এটা কংগ্রেস পার্টি নয় যে শুধু বাবা-দাদাকেই সম্মান দেবে। বিজেপি দল নির্বিশেষে সম্মান দেয়।”
তিনি আরও বলেন, “সর্দার পটেলের ভারতরত্ন পেতে কত বছর সময় লাগল। পদ্ম পুরস্কারে রাজনীতির বিভাজন করা যায় না। মোদী সরকার যোগ্য ব্যক্তিদের সম্মান দেয়। আগে তো রিপোর্টারদের সুপারিশেও পুরস্কার দেওয়া হত। আজ করে দেখুন। যারা জনগণের জন্য কাজ করেছেন, তাদের পুরস্কার দিই আমরা।”
কংগ্রেস বলছে সর্দার পটেল, নরসিমহা রাও-কে কেড়ে নিচ্ছে বিজেপি, এর জবাবে অমিত শাহ বলেন, “আমরা কাউকে কেড়ে নিইনি। সবাই জানে, ওরাঁ কংগ্রেসের নেতা-প্রধানমন্ত্রী ছিলেন। আমরা সর্দার পটেলকে সম্মান করি, নরসিমহা রাওকে সম্মান করি। আপনারা করেননি, তাই মনে হয় আমরা নিয়ে নিচ্ছি।”