Rishi Sunak: ‘ঘরের ছেলে’ ব্রিটিশ প্রধানমন্ত্রী! ঋষি সুনককে স্বাগত জানাতে প্রস্তুত পরিবার, সারা রাত পঞ্জাবী গানে হবে নাচ

G-20 Summit: ঋষি সুনকের মামা ডঃ গৌতম দেব সুদ (৬৫) বলেন, "ওঁ (ঋষি সুনক) নিজের পূর্বপুরুষের ভিটেয় আসছে, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে। পরিবারের সকলকে আসতে বলা হয়েছে"।

Rishi Sunak: 'ঘরের ছেলে' ব্রিটিশ প্রধানমন্ত্রী! ঋষি সুনককে স্বাগত জানাতে প্রস্তুত পরিবার, সারা রাত পঞ্জাবী গানে হবে নাচ
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 6:35 AM

নয়া দিল্লি: ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে ঋষি সুনকের। ভারতীয় বংশদ্ভূত তিনি। এই দেশে রয়েছে তাঁর পরিবার। তিনি আবার নারায়ণ মূর্তির জামাইও! দীর্ঘ সময় বাদে এবং বিশেষ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারতে আসায়, সুনককে বিপুল সমারোহে স্বাগত জানাতে প্রস্তুত গোটা পরিবার। দিল্লিতে নিজের আত্মীয়দের বাড়িতে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেখানে তাঁর জন্য এলাহি আয়োজন করা হবে, এমনটাই সূত্রের খবর।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেও, সুনককে ঘরের ছেলের মতোই স্বাগত জানানোর পরিকল্পনা তাঁর পরিবারের। বিদেশ থেকে পরিবারের কেউ দেশে এলে, তাঁকে যেমন গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়, ঠিক সেইভাবেই স্বাগত জানানো হবে সুনককে। সারা রাত পঞ্জাবী গানে নাচ করার পরিকল্পনা গোটা পরিবারের।

ঋষি সুনকের মামা ডঃ গৌতম দেব সুদ (৬৫) বলেন, “ওঁ (ঋষি সুনক) নিজের পূর্বপুরুষের ভিটেয় আসছে, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে। পরিবারের সকলকে আসতে বলা হয়েছে”। অন্যদিকে, সুনকের কাকা সুভাষ বেরিও বলেন, “বিরাট অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সারা রাত পঞ্জাবী গানে নাচ করার পরিকল্পনা আমাদের। সঙ্গে মাঝে-মধ্য়ে কিছু ইংরেজি গানেও নাচব আমরা।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে আসছেন তাঁর স্ত্রী আকশাতা মূর্তিও। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির কন্যা। একদিকে যেখানে সুনকের পরিবার মূলত উত্তর ভারতের বাসিন্দা, সেখানেই মূর্তি পরিবার কর্নাটকে বসবাস করে। তবে জি-২০ সম্মেলনের ব্য়স্ততার কারণে এবার কোনও পরিবারের সঙ্গেই দেখা করতে পারবেন কি না ব্রিটিশ প্রধানমন্ত্রী, তা নিয়ে সংশয় রয়েছে।