AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে ‘নগ্ন গ্যাং’, মেয়েদের সামনে পেলেই টেনে নিয়ে যাচ্ছে…ঘুম উড়েছে পুলিশের

Uttar Pradesh: এক মহিলা কাজ থেকে ফিরছিলেন, এমন সময় দুই ব্যক্তি তাঁকে টেনে পাশের ফাঁকা জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমতলবে। ওই মহিলা কোনওভাবে চিৎকার করে পালিয়ে যান। গ্রামবাসীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন এবং চারপাশ থেকে ঘিরে ফেলেন।

শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে 'নগ্ন গ্যাং', মেয়েদের সামনে পেলেই টেনে নিয়ে যাচ্ছে...ঘুম উড়েছে পুলিশের
ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে অপরাধীদের।Image Credit: X
| Updated on: Sep 06, 2025 | 2:42 PM
Share

লখনউ: উৎসবের মরশুমে নতুন এক ধরনের উৎপাত। প্রশ্নের মুখে পড়তে নারী নিরাপত্তা। শহরের এদিক-ওদিকে ঘুরে বেড়াচ্ছে ন্যুড গ্যাং। তারা মহিলাদের পেলেই টেনে নিয়ে যাচ্ছে ফাঁকা জায়গায়। বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ড্রোন উড়িয়ে নজরদারি চলছে।

বিগত কয়েকদিন ধরেই এই উপদ্রব চলছে উত্তর প্রদেশের মিরটে। সেখানে একদল যুবক নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনও মহিলাকে একা পেলেই ফাঁকা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের হেনস্থা করা হচ্ছে। মিরাটের দাউরালায় এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্প্রতিই ভারালা গ্রামেও এই ঘটনা ঘটেছে। এক মহিলা কাজ থেকে ফিরছিলেন, এমন সময় দুই ব্যক্তি তাঁকে টেনে পাশের ফাঁকা জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমতলবে। ওই মহিলা কোনওভাবে চিৎকার করে পালিয়ে যান। গ্রামবাসীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন এবং চারপাশ থেকে ঘিরে ফেলেন। কিন্তু অভিযুক্তদের কোথাও পাওয়া যায়নি। অভিযুক্ত দুইজনই নগ্ন ছিলেন বলে মহিলার দাবি। ওই ঘটনার পর এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা যে তিনি চাকরি বদলে নিয়েছেন। যাতায়াতও করছেন অন্য রাস্তা দিয়ে।

গ্রামবাসীদের দাবি, এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল। এর আগেও গ্রামের মহিলাদের এমন হেনস্থার শিকার হতে হয়েছে বলেই জানিয়েছেন তারা। পুলিশ তদন্ত শুরু করেছে। গত শনিবার পুলিশ কয়েক ঘণ্টা ধরে ড্রোন উড়িয়ে ন্যুড গ্য়াংয়ের খোঁজে তল্লাশি চালায়। এলাকায় সিসিটিভিও বসানো হয়েছে নজরদারির জন্য।