Lok Sabha Election: নির্বাচনী সভায় গরমে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী! মমতা লিখলেন, ‘এই প্রচণ্ড দাবদাহে ভোটের প্রচার সত্যিই অসহনীয়’

Mamata Banerjee: মহারাষ্ট্রের ইয়াবৎমল এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন নীতিন গডকরি। সেই সময়েই বক্তৃতা রাখতে রাখতে আচমকা সংজ্ঞা হারান কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা তাঁর সুশ্রুষার ব্যবস্থা করেন। কিছুক্ষণের বিরতির পর অবশ্য আবার মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি।

Lok Sabha Election: নির্বাচনী সভায় গরমে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী! মমতা লিখলেন, 'এই প্রচণ্ড দাবদাহে ভোটের প্রচার সত্যিই অসহনীয়'
মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিন গডকরিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2024 | 8:22 PM

মুম্বই: লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। এদিন বিকেলে মহারাষ্ট্রের ইয়াবৎমল এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই বক্তৃতা রাখতে রাখতে আচমকা সংজ্ঞা হারান কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা তাঁর সুশ্রুষার ব্যবস্থা করেন। কিছুক্ষণের বিরতির পর অবশ্য আবার মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ এভাবে সংজ্ঞা হারাতে দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে সেই সভা শেষের পর নীতিন গড়করি নিজেই জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

ইয়াবৎমলের সভা শেষে এক্স হ্যান্ডেলে নীতিন গডকরি জানিয়েছেন, ‘ইয়াবৎমলের ফুসাদে জনসভা চলাকালীন গরমের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ রয়েছি।’ ফুসাদের সভা শেষ করে তাঁর ভারুদে পরবর্তী কর্মসূচি ছিল। এক্স হ্যান্ডেলেই তিনি শারীরিক সুস্থতার কথা নিশ্চিত করে মন্ত্রী জানান, তিনি ভারুদে পরবর্তী জনসভার জন্য রওনা দিচ্ছেন।

এদিকে নীতিন গডকরির জনসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গডকরির দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই গরমের মধ্যে বাংলায় যে সাত দফায় ভোট রয়েছে সে কথাও স্মরণ করিয়েছেন মমতা। এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয়। আজ সবে ২৪ এপ্রিল। ভাবতে পারছেন, আমাদের এখানে সাত দফায় ভোট চলবে ১ জুন পর্যন্ত?’