AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-US Tariffs: শুল্ক চাপাতে ঘড়ি দেখছেন ট্রাম্প! ‘লাস্ট মিনিটেও’ মোকাবিলা চালিয়ে যাওয়ার বার্তা মোদীর

India-US Tariffs Conflict: যার জেরে আমেরিকায় যাওয়া ভারতীয় পণ্য়গুলিতে লেগে যাবে মূল্যবৃদ্ধির আগুন। খরচ বাড়বে দুই দেশের ব্য়বসায়ীদের। ভারতীয় পণ্য বিমুখী হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থিত একটা বড় অংশের মানুষ।

India-US Tariffs: শুল্ক চাপাতে ঘড়ি দেখছেন ট্রাম্প! 'লাস্ট মিনিটেও' মোকাবিলা চালিয়ে যাওয়ার বার্তা মোদীর
বাঁদিকে ডোনাল্ড ট্রাম্প, ডান দিকে নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Aug 26, 2025 | 6:54 AM
Share

নয়াদিল্লি: হাতে যে আর সময় তা আবার মনে করিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২৭ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ১২টা বাজলেই দ্বিগুণ হয়ে যাবে ভারতের উপর চাপানো শুল্কের বোঝা। রুশ তেল কেনার ‘অপরাধে’ যে বাড়তি ২৫ শতাংশ শুল্কের জরিমানা চাপিয়েছিল হোয়াইট হাউস, তা লাগু হচ্ছে এই বুধবার থেকে। আর নয়া শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করল ওয়াশিংটন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্য়ান্ড দফতর তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৬ই অগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী আমেরিকা সমস্ত রকম ভাবে রুশ মোকাবিলায় ভারতের উপর চাপানো এই নয়া শুল্ক কাঠামোর বাস্তবায়ন ঘটানো হবে।’

যার জেরে আমেরিকায় যাওয়া ভারতীয় পণ্য়গুলিতে লেগে যাবে মূল্যবৃদ্ধির আগুন। খরচ বাড়বে দুই দেশের ব্য়বসায়ীদের। ভারতীয় পণ্য বিমুখী হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থিত একটা বড় অংশের মানুষ। হিসাব বলছে, এই বাড়তি ২৫ শতাংশের ‘জরিমানার’ জেরে ভারতীয় পণ্য়গুলির উপর মোট ৫০ শতাংশের শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউস।

অবশ্য, ভারত কিন্তু এই ট্রাম্প হুঁশিয়ারিতে মোটেই দমে যায়নি বলেই বার্তা মোদীর। সোমবার আহমেদাবাদে একটি জনসভায় যোগ দিয়ে সেই বার্তাই দিয়েছেন তিনি। নয়াদিল্লি যে মোকাবিলার জন্য প্রস্তুত, সেই কথা ফুটে উঠেছে তাঁর মুখে। এদিন প্রধানমন্ত্রী সাফ বলেন, “আমাদের উপর যতই চাপ পড়ুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য নিজেদের শক্তি বৃদ্ধি করে যাব।”