Crime News: অপূর্ণ ইচ্ছা পূরণ করতেই হবে, চার মাসের সন্তানকে কোদাল দিয়ে দুই টুকরো করলেন মা
Child Sacrifice: তান্ত্রিক তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ইচ্ছাপূরণ করতে হলে তাঁকে নিজের সন্তানকে বলি দিতে হবে। আর কোনও কথা ভাবেননি তিনি, তান্ত্রিকের কথা মেনেই চার মাসের সন্তানকে বলি দিয়ে দিলেন যুবতী।
লখনউ: অনেক অপূর্ণ ইচ্ছা রয়েছে, কঠোর পরিশ্রম করেও তার কোনওটিই পূরণ হচ্ছে না। হঠাৎই মনে পড়ল এক তান্ত্রিকের কথা। পরিচিতদের মুখেই শুনেছিলেন, ওই তান্ত্রিকের কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। নিজের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে তাই সেই তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন বছর ৩৫-র যুবতী। তান্ত্রিক তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ইচ্ছাপূরণ করতে হলে তাঁকে নিজের সন্তানকে বলি দিতে হবে। আর কোনও কথা ভাবেননি তিনি, তান্ত্রিকের কথা মেনেই চার মাসের সন্তানকে বলি দিয়ে দিলেন যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সুলতানপুরে। রবিবার ওই যুবতীকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের সুলতানপুরের ধানাউদি গ্রামের বাসিন্দা ওই যুবতী। পরিচিতদের মুখ থেকে ওই তান্ত্রিকের খোঁজ পেয়েছিল যুবতী। আর্থিক সমস্যা মেটাতে তাঁর কাছে গিয়েছিল। সেখানেই তাঁদের মধ্যে আলাপ হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। নিজের অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য তান্ত্রিকের কাছে সমাধান জানতে চাইলে, সে পরামর্শ দেয় যদি ওই যুবতী নিজের সন্তানকে বলি দেয়, তবে যাবতীয় অপূর্ণ আশা পূরণ হবে।
এরপরই ওই যুবতী গ্রামের একটি কালো বিগ্রহের সামনে তাঁর চার মাসের সন্তানকে নিয়ে যায় এবং কোদালের এক কোপে তাঁর দেহ দুই খণ্ড করে দেয়। কয়েকজন গ্রামবাসী গোটা ঘটনাটি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালেও, ততক্ষণে অভিযুক্ত যুবতী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
রবিবার পুলিশ মঞ্জু দেবী (৩৫) নামক ওই যুবতীকে গ্রেফতার করে। যে কোদাল দিয়ে নিজের সন্তানকে খুন করেছিল যুবতী, সেটিও উদ্ধার হয়েছে। তবে অভিযুক্ত তান্ত্রিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।