Video: আচমকা ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই, বিলবোর্ড চাপা পড়ে মৃত ৩, আহত ৫৯
Mumbai Dust storm Video: সোমবার (১৩ মে) সন্ধ্যায় তীব্র ধুলোঝড় এবং ভারী বৃষ্টিতে তছনছ হয়ে গেল মুম্বই শহর। ঘাটকোপারে এক বিশালাকার বিলবোর্ড ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত আরও অন্তত ৫৯ জন। দেখুন ভিডিয়ো।
মুম্বই: সোমবার (১৩ মে) সন্ধ্যায় তীব্র ধুলোঝড় এবং ভারী বৃষ্টিতে তছনছ হয়ে গেল মুম্বই শহর। বহু এলাকায় বিদ্যুতের খুঁটি, টাওয়ার এবং গাছ উপড়ে গিয়েছে। ভেঙে পড়েছে নির্মীয়মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত লোহার ভাড়া। সবথেকে বড় ক্ষতি হয়েছে শহরের ঘাটকোপার এলাকায়। এখানে এক পেট্রোল পাম্পে একটি বিশালাকার বিলবোর্ড ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অন্তত ৫৯ জন। ভেঙে পড়া বিলবোর্ডটির নীচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে।
First ever rain with heavy storms in Mumbai – 2024… 1. Huge Signboard collapsed on adjacent Fuel Station on EEH, Ghatkopar… 2. Dust storm at Shivaji Park. 3 n 4. Vertical Structure collapsed in Wadala – killing several people. Serious lapses by @mybmc pic.twitter.com/TTmuf9Z6Wt
— – Mr_Perfect – (मोदी का परिवार) (@HadkulaTiger1) May 13, 2024
First Dubai, then Soudi Arabia , then Delhi and now Mumbai. Mumbai will remember this day. Day of Massive Dust Storm with Blinding Rains. Lots of incidents in the city. Some visuals of the day across Mumbai #Duststorm #MumbaiRains #MumbaiWeather #Mumbai pic.twitter.com/HKQjE1UnYp
— Fighter_4_Humanity (@Fighter_4_Human) May 13, 2024
ভয়াবহ ঘটনাটি ঘটেছে ঘাটকোপার এলাকায় চেড্ডানগর জংশনে। পন্তনগরের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের পাশে পুলিশ গ্রাউন্ড পেট্রোল পাম্পে প্রায় ১০০ ফুট লম্বা একটি বিলবোর্ড ছিল। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় বিলবোর্ডটি ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বিলবোর্ডটির নীচে বেশ কয়েকটি গাড়ি আটকে পড়েছে। বিলবোর্ডটির নীচে শতাধিক লোক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার, ভূষণ গাগরানি জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
🚨 Hust dust storm in Mumbai City. (📹-@IndiaWeatherMan) pic.twitter.com/WSpY5Ot8lo
— Indian Tech & Infra (@IndianTechGuide) May 13, 2024
পরবল ধুলোঝড় এবং ভারী বৃষ্টির জেরে, প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের উড়ান, মেট্রোরেল এবং লোকাল ট্রেন পরিষেবা। দৃশ্যমানতা কম থাকার কারণে, সাময়িকভাবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা স্থগিত করে দেওয়া হয়। কমপক্ষে ১৫টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। ঝোড়ো বাতাসে মেট্রোরেলের তারের উপর একটি ব্যানার পড়ে যাওয়ার কারণে অ্যারি এবং আন্ধেরি পূর্ব মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ করে দিতে হয়। ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের কারণে হারবার লাইনে বন্ধ করে দিতে হয় ট্রেন পরিষেবাও। থানে এবং মালান্দ স্টেশনের মধ্যে ওভারহেড তারের খুঁটি বেঁকে গিয়েছে। থানে-বেলাপুর রোডের বেলাপুর সবিতা কেমিকেলের কাছে ঝড়ের জেরে রাস্তার উপর একটা টাওয়ার পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে সেই রাস্তা। যোগেশ্বরী এলাকায় বাতাসের টানে একটি গাছ উপড়ে গিয়ে পড়ে একটি অটোরিকশার উপর। আহত হন অটোরিকশাটির চালক। থানের কালওয়া এবং আরও কিছু এলাকা থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গিয়েছে।