CID Investigation over Samosa: মুখ্যমন্ত্রীর সিঙারা খেল কে? তদন্তে নামল CID

Himachal Pradesh: জটিল রহস্য বা বড় কোনও ঘটনার তদন্ত করে সিআইডি, এমনটাই সাধারণত হয়ে থাকে। তবে এবার তদন্তকারী সংস্থার কাঁধে এমন এক রহস্য উদঘাটনের ভার পড়ল, যা শুনে তাজ্জব সকলে। তা হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা সিঙারা ও কেক খেল কে?

CID Investigation over Samosa: মুখ্যমন্ত্রীর সিঙারা খেল কে? তদন্তে নামল CID
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 1:00 PM

সিমলা: মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙারা ও কেক খেল কে? জটিল রহস্য উদঘাটনের তদন্তভার পড়ল সিআইডির কাঁধে। রাজ্য সরকারই এই নির্দেশ দিল। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। তোলপাড় হিমাচল প্রদেশের রাজ্য রাজনীতি।

জটিল রহস্য বা বড় কোনও ঘটনার তদন্ত করে সিআইডি, এমনটাই সাধারণত হয়ে থাকে। তবে এবার তদন্তকারী সংস্থার কাঁধে এমন এক রহস্য উদঘাটনের ভার পড়ল, যা শুনে তাজ্জব সকলে।  তা হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা সিঙারা ও কেক পরিবেশন করে দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। কীভাবে এই কাণ্ড ঘটল, তারই তদন্ত করার জন্যসিআইডি-কে নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ সরকার।

জানা গিয়েছে, গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিআইডির হেডকোয়ার্টারে গিয়েছিলেন সাইবার সেল শাখার উদ্বোধন করতে। সেখানে মুখ্যমন্ত্রী সুখুর জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়। হোটেল র‌্যাডিসন ব্লু থেকে মুখ্যমন্ত্রীর জন্য অন্তত তিনটি খাবারের বাক্স আনা হয়, যার ভিতরে সিঙারা ও কেক ছিল।

তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পাতে সেই সিঙারা পৌঁছয়নি। বরং বিভিন্ন হাত ঘুরে তা নিরাপত্তারক্ষীদের পেটে চলে যায়। কীভাবে এই ঘটনা ঘটল, তারই তদন্তের ভার এসে পড়েছে সিআইডির কাঁধে।

এদিকে, সিআইডি তদন্ত শুরু হতেই কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলের মুখপাত্র রণধীর শর্মা বলেন, “রাজ্যের উন্নয়ন নিয়ে সরকারের চিন্তা নেই। তাদের শুধু চিন্তা মুখ্যমন্ত্রীর সিঙারা নিয়ে।”

যদিও কংগ্রেসের দাবি, সরকারের তরফে মোটেও সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। নানা বিতর্ক তৈরি হওয়ায় সিআইডি নিজেই এই তদন্তভার নিয়েছে। বিজেপির বিরুদ্ধে অকারণে এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে বলেই কংগ্রেসের অভিযোগ।