Railways: রাতে কেন বেশি স্পিডে ছোটে দূরপাল্লার ট্রেন জানেন?
Indian Railways: ট্রেনে চেপে দূরে কোথাও যেতে হলে অনেকেই রাতের দূরপাল্লা ট্রেনে যেতে পছন্দ করেন। এর কারণ হল রাতের ট্রেনে কম স্টপেজ থাকে এবং গতি বেশি থাকে। তবে কেন এমন হয়?

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে সফর করতে পছন্দ করেন অনেকেই। যারা রাতে দূরপাল্লার ট্রেনে চড়েছেন, তারা অনেকেই হয়তো লক্ষ্য় করেছেন যে দিনের বেলায় ট্রেন যে গতিতে ছোটে, সেই তুলনায় রাতে বেশি স্পিডে ছোটে ট্রেন। কেন এমন হয় জানেন?
ট্রেনে চেপে দূরে কোথাও যেতে হলে অনেকেই রাতের দূরপাল্লা ট্রেনে যেতে পছন্দ করেন। এর কারণ হল রাতের ট্রেনে কম স্টপেজ থাকে এবং গতি বেশি থাকে। তবে কেন এমন হয়?
দূরপাল্লার ট্রেনের একাধিক স্টপেজ থাকে। তবে লক্ষ্য করলে দেখবেন, রাতের তুলনায় দিনের বেলায় অনেক বেশি স্টপেজে দাঁড়ায়। তবে রাতে ট্রেনের গতি বেশি থাকার কারণ হল এই সময়ে লোকাল ট্রেন চলে না। তুলনামূলকভাবে অনেক কম ট্রেন চলাচল করে। এতে সিগন্যালিংয়ে সুবিধা হয়। সবুজ সিগন্যাল থাকায় ট্রেনের কোথাও দাঁড়াতে হয় না।
এছাড়াও আরও একটি যুক্তি হল, দিনের বেলায় গরম বেশি থাকায় লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ট্রেনের গতি কম থাকে। রাতে উত্তাপ কম থাকায়, ট্রেন বেশি স্পিডে ছুটতে পারে। মূলত গ্রীষ্মকালে এই নিয়ম অনুসরণ করা হয়। আবার ট্র্যাকের রক্ষণাবেক্ষণের জন্যও ট্রেনের গতি ধীর হয়। দিনের বেলাতেই যেহেতু রক্ষণাবেক্ষণের কাজ হয়, তাই ট্রেনের গতি ধীর হয়। রাতে রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায়, বেশি গতিতে ছোটে ট্রেন।

