Indian Railways: হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে ট্রেনের টিকিট, কী ভাবে জানেন?
Indian Railways: আপনি যদি শুধুমাত্র WhatsApp এর মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে চান তাহলে ৯৮৮১১৯৩৩২২ নম্বরটি আপনার ফোনে সেভ করে রাখুন।
প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন? তাহলে এই তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর আপনার মোবাইলে রেখে দেওয়াটা গুরুত্বপূর্ণ। ট্রেনে ভ্রমণের সময় নানা অবাঞ্চিত বিপদ থেকে রক্ষা করবে এই ৩ নম্বর, কী ভাবে জানেন?
আপনি যদি শুধুমাত্র WhatsApp এর মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে চান তাহলে ৯৮৮১১৯৩৩২২ নম্বরটি আপনার ফোনে সেভ করে রাখুন। এই নম্বর দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারেন। ট্রেনের পিএনআর স্ট্যাটাস চেক করতে পারেন। লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়াও আপনি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন হয়েছে কি না তাও দেখতে পারবেন।
৮৭৫০০০১৩২৩ ট্রেনে বসে খিদে পেলে এই নম্বর আপনার জন্য। আপনার সিটে বসে খাবার অর্ডার করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ করতে হবে। অন-স্ক্রীন নির্দেশাবলী এবং প্রশ্নের উত্তর দিয়ে সহজে খাবার অর্ডার করতে পারবেন।
১৩৮ ট্রেনে আপনি বা অন্য কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, আপনি এই নম্বরের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এই নম্বরে মেডিক্যাল টিম পাঠিয়ে দেবে রেল কতৃপক্ষ।
প্রথমে এই নম্বরগুলি মোবাইলে সেভ করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে একটি ‘Hi’ বলে ম্যাসেজ করতে হবে। এর পর সার্ভিস অপশনের মেসেজ পাবেন। সেখান থেকে আপনি যে পরিষেবা চান তা বেছে নিলেই হবে।