Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Robbery: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার! মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই ব্যাঙ্ক থেকে লুঠ ১২ কোটি টাকা

Robbery: ঘটনা শুক্রবারের। সাত সকালে রাজ্যের ম্য়াঙ্গালোর শহরের কোটেকার এলাকার একটি সমবায় ব্যাঙ্কে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বন্দুকের জোরে চলে লুঠপাট। ব্যাঙ্ক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ৭ কোটি টাকা মূল্যের সোনা ও নগদ ৫ কোটি টাকা লুঠ করে ছয় জন দুষ্কৃতী।

Robbery: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার! মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই ব্যাঙ্ক থেকে লুঠ ১২ কোটি টাকা
প্রতীকী ছবিImage Credit source: Nicholas Free/E+/Getty Images
Follow Us:
| Updated on: Jan 18, 2025 | 5:05 PM

ম্যাঙ্গালোর: মুখ্যমন্ত্রীর সফরে আসার আগেই সাফ হল ব্যাঙ্ক। গতকাল কর্নাটকের ম্যাঙ্গালোর শহরে সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু, তাঁর সফরের আগেই ঘটে গেল বিপত্তি। বন্দুকের নলেই মোট ১২ কোটি টাকা লুঠ হয়ে গেল শহরের অন্যতম সমবায় ব্যাঙ্ক থেকে। শুধু তা-ই নয়, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার ভয়াবহ লুঠপাট চলল কর্নাটকে।

ঘটনা শুক্রবারের। সাত সকালে রাজ্যের ম্য়াঙ্গালোর শহরের কোটেকার এলাকার একটি সমবায় ব্যাঙ্কে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বন্দুকের জোরে চলে লুঠপাট। ব্যাঙ্ক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ৭ কোটি টাকা মূল্যের সোনা ও নগদ ৫ কোটি টাকা লুঠ করে ছয় জন দুষ্কৃতী।

ইতিমধ্যে ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে স্থানীয় থানায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যেই সমবায় ব্যাঙ্কটি তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মুখোশ পরে থাকা কারণে দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার সময় ব্যাঙ্কে উপস্থিত ছিলেন জনা পাঁচেক কর্মী। তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুঠপাট। কোটি কোটি টাকা লুঠ করে নিয়ে চলে যায় তারা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ‘নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলছিলেন দুষ্কৃতীরা। ব্যাঙ্কে ঢুকেই বন্দুকের নলের জোরে কর্মীদের প্রাণনাশের হুমকি দিতে শুরু করে তারা। এরপর জোরজুলুম করে কর্মীদের দিয়ে ব্যাঙ্কের ভল্ট খুলিয়ে লুঠপাট চালায় তারা।’

তবে গোটা তাণ্ডবের কোনও সিসিটিভি উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাদের দাবি, বেশ কয়েকদিন ধরে বিকল হয়ে পড়েছিল সিসিটিভি ক্যামেরাগুলি। ডাকাতির দিনই সেগুলিকে ঠিক করতে একজন কর্মী এসেছিলেন ঠিকই। কিন্তু ততক্ষণে সব শেষ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার তাণ্ডব চালাল ডাকাতরা। বৃহস্পতিবার, উত্তর কর্নাটকে চলে দুষ্কৃতী তাণ্ডব। নিরাপত্তারক্ষীকে খুন করে এটিএম-এর ক্যাশ লোডিং গাড়িতে হামলা চালায় তারা। লুঠ হয় ৯৩ লক্ষ টাকা।