Asansol: বিজেপি পেয়েছিল লিড, কাউন্সিলর তৃণমূলের, ফাঁপরে গ্রামবাসীরা! কেন?
Asansol: বিগত নির্বাচনে বুথে বিজেপি লিড করেছিল। তাই ওই গ্রামে তৃণমূল কাউন্সিলর উন্নয়ন মুলক কাজ করছেন না। এমনটাই অভিযোগ তুললেন গ্রামবাসীদের একাংশ।আসানসোল পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বরাচকের বয়লার ধাওড়া। এই গ্রাম আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত।

আসানসোল: গ্রামের মানুষ ভোট দিয়েছে বিজেপিতে। তাই গ্রামের উন্নয়নের কাজ বন্ধ দাবি গ্রামবাসীদের। সব ধরনের উন্নয়নের কাজ চলছে গ্রামে পাল্টা দাবি কাউন্সিলরের। বরাচকের বয়লার ধাওড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে রাজনৈতিক চর্চা তুঙ্গে।
বিগত নির্বাচনে বুথে বিজেপি লিড করেছিল। তাই ওই গ্রামে তৃণমূল কাউন্সিলর উন্নয়ন মুলক কাজ করছেন না। এমনটাই অভিযোগ তুললেন গ্রামবাসীদের একাংশ।আসানসোল পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বরাচকের বয়লার ধাওড়া। এই গ্রাম আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত। এর আগে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিকে, গ্রামের মানুষদের অভিযোগ, এই ওয়ার্ডের কাউন্সিলর ভোটে জেতার পর এখানে আসে না। এমনকি কোনও উন্নয়নমূলক কাজ করেননি কাউন্সিলরের অফিসে গেলেও তার দেখা মেলে না।
গ্রামের মানুষদের অভিযোগ, বিগত লোকসভা নির্বাচনে এই বুথে বিজেপি লিড করেছিল, তাই স্থানীয় তৃণমূল কাউন্সিলর কোনও উন্নয়নমূলক কাজ করছেন না। এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কাছে পেয়ে গ্রামের নর্দমা, আলো, বিভিন্ন ভাতা থেকে শুরু করে যাবতীয় সমস্যার কথা জানালেন গ্রামের মানুষ। সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পালের কটাক্ষ, “শুধু বরাচক নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে যেখানে বিজেপি লিড করেছে সেখানে কাজ হচ্ছে না।” যদিও গ্রামবাসীদের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমিত মাজি। তাঁর দাবি, “গ্রামে অনেকে উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী দিনেও আরও কাজ হবে। আসলে এটা গ্রামবাসীদের অভিযোগ নয়, এটা বিজেপির রাজনীতি।”





