আগে করোনা টিকা পাবেন তরুণ স্বাস্থ্যকর্মীরা! জানালেন টিকাকরণ আধিকারিক
সুনীলা জানিয়েছেন, হাসপাতালে কাজ করার ভিত্তিতেই টিকা প্রাপকদের নাম স্থির করা হয়েছে। এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা কম তরুণদের মধ্যে। তাই তরুণরা আগে করোনা টিকা নিলে সাধারণ মানুষের করোনা টিকা সম্পর্কে ধারণা স্পষ্ট হবে।
নয়া দিল্লি: ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু করোনা টিকাকরণ (COVID Vaccine)। বিশ্বের বৃহত্তম টিকাকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ৩ হাজারেরও বেশি টিকাকরণ কেন্দ্রে বিতরণ হবে করোনা টিকার। প্রথম পর্বে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু স্বাস্থ্যকর্মীদের মধ্যেও প্রাধান্য দেওয়া হবে তরুণদের। টাস্ক ফোর্সের সদস্য ডঃ সুনীলা গর্গ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রথম পর্বে টিকা প্রাপকদের বেশির ভাগেরই বয়স ৫০-এর কম।
সুনীলা জানিয়েছেন, হাসপাতালে কাজ করার ভিত্তিতেই টিকা প্রাপকদের নাম স্থির করা হয়েছে। এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা কম তরুণদের মধ্যে। তাই তরুণরা আগে করোনা টিকা নিলে সাধারণ মানুষের করোনা টিকা সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। সুনীলা বলেছেন, “টিকা পাবেন এমন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৮০ শতাংশেরই বয়স ৫০-এর কম।”
দেশে অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন ও কোভিশিল্ড। সেরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন শর্ত সাপেক্ষে অনুমোদন পেলেও কোভ্যাকসিনের অনুমোদন নিয়ে জলঘোলা করেছিল বিরোধীরা। পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোভ্যাকসিনের অনুমোদন ‘ক্লিনিক্যাল ট্রায়াল মোডে।’ অর্থাৎ কোভ্য়াকসিন প্রাপকদের ট্রায়ালের অংশ হিসাবে ধরা হবে।Z
আরও পড়ুন: চিনে বসেও অনলাইনেই করোনার ‘উৎস’ খুঁজতে হচ্ছে হু-র প্রতিনিধি দলকে
এদিন সংবাদ মাধ্যমকে সুনীলা জানিয়েছেন, যাঁরা কোভ্যাকসিনের টিকা নেবেন তাঁদের একটি সম্মতি পত্রে সই করতে হবে। সরকার জানিয়েছে, করোনা টিকার ডোজ় পেলেও যেন করোনা বিধি অটুট থাকে। কয়েক দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দ্বিতীয় ডোজ় নেওয়ার ১৪ দিন পর তৈরি হবে অ্যান্টিবডি। সমগ্র টিকাকরণ প্রক্রিয়াই হবে কো-উইন অ্যাপের মাধ্যমে। এছাড়া করোনা সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় থাকছে ১০৭৫ হেল্পলাইন নম্বর।