AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Local: শনি-রবি কাজ আছে? আবার কিন্তু শিয়ালদহ লাইনে বাতিল একগুচ্ছ লোকাল

Sealdah Local: তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও এই সময়কালে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও কিছু বদল আসছে। কিন্তু কেন?

Sealdah Local: শনি-রবি কাজ আছে? আবার কিন্তু শিয়ালদহ লাইনে বাতিল একগুচ্ছ লোকাল
ফের বাতিল লোকাল Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 10:37 PM
Share

কলকাতা: ফের বাতিল লোকাল ট্রেন। সপ্তাহান্তেই ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। তালিকায় যেমন ডানকুনি লোকাল থাকছে। তেমনই দত্তপুকুর, বনগাঁ, বারসতও রয়েছে। তবে উইকেন্ডে অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় দুর্ভোগ কিছুটা কম হতে পারে। এদিকে বিগত কয়েক মাসে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল থেকেছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। সব যে সপ্তাহান্তে এমনটা নয়। চরমে উঠেছে দুর্ভোগ। ক্ষোভও বেড়েছে যাত্রীদের মধ্যে। যদিও রেল বলছে আজকের অসুবিধা আসলেই আগামীর সুবিধার জন্যই। 

তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও এই সময়কালে অর্থাৎ শনি ও রবিবার ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও কিছু বদল আসছে। কিন্তু কেন? 

ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতেই রেল বলছে, কাজ হবে দমদম জংশনে। প্রায় সাত ঘণ্টা কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। ঘুরপথে চালানো হবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও। 

২৬ তারিখ যেমন বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল। বাতিল থাকছে 32252 ডাউন ডানকুনি-শিয়ালদহ লোকাল। ২৭ তারিখ বাতিল থাকছে… 

  • শিয়ালদহ-হাবড়া: আপ 33653/ডাউন 33654।
  • শিয়ালদহ-দত্তপুকুর : ডাউন 33612।
  • শিয়ালদহ-বনগাঁ জ : আপ 33817/ডাউন 33824
  • শিয়ালদহ-বারাসাত : আপ 33431/ডাউন 33432 
  • শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220