AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Sourav Das: বেঙ্গল ফাইলসের ‘গোপাল পাঠা’ সৌরভকে ঝেড়ে ফেলল তৃণমূল, কেন?

Actor Sourav Das: ২০২১ সালের জানুয়ারিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসকদলের পতাকা হাতে তুলে নেন তিনি।

Actor Sourav Das: বেঙ্গল ফাইলসের 'গোপাল পাঠা' সৌরভকে ঝেড়ে ফেলল তৃণমূল, কেন?
সৌরভ দাস (ফাইল ফোটো)Image Credit source: Social Media
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 5:49 PM

কলকাতা: একুশের নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর ছাব্বিশের নির্বাচনের আগে প্রশ্ন উঠছে, এখনও কি তৃণমূলে রয়েছেন অভিনেতা সৌরভ দাস? সৌজন্যে বিবেক অগ্নিহোত্রীর ‘বেঙ্গল ফাইলস’। সিনেমার টিজার প্রকাশ্যে আসার পরই সৌরভের এখনও তৃণমূলের সঙ্গে যোগ নিয়ে শাসকদলের অন্দরেই প্রশ্ন উঠেছে। তবে তৃণমূল নেতারা বলছেন, সৌরভ দাসের সঙ্গে তৃণমূলের এখন আরও কোনও যোগ নেই।

হঠাৎ সৌরভ দাসকে নিয়ে শাসকদলে কেন আলোচনা?

সৌরভ দাসকে নিয়ে শাসকদলে হঠাৎ আলোচনার কারণ কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। সেই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। টিজারে বার্তা দেওয়া হয়েছে, বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে। সেই সিনেমাতে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। এমন একটি বিতর্কিত সিনেমায় অভিনয় করার পরই তৃণমূলের অন্দরেই তাঁর শাসকদলের সঙ্গে এখনও যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২১ সালের জানুয়ারিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসকদলের পতাকা হাতে তুলে নেন তিনি। কিছুদিন পরই তাঁর জন্মদিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়োয় নানা বিরূপ মন্তব্যও করেন অনেকে। তারপর তাঁকে শাসকদলের প্রচারে দেখা যায়নি। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের যে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে নাম ছিল সৌরভ দাসের।

এক বছর আগে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম থাকা সৌরভ দাসকে নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে যোগ দিলেও কখনোই সক্রিয়ভাবে তিনি সংগঠন করেননি। অভিনেতার নানা কাজকর্মের খবরের জেরে এক বছর আগেই দল তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ফলে সৌরভের বিরুদ্ধে এখন কোনও ব্যবস্থা নেওয়ার প্রশ্নই নেই বলে শাসকদলের বক্তব্য।

শাসকদলের যুক্তির পরও নানা প্রশ্ন উঠছে। বেঙ্গল ফাইলসের মতো বিতর্কিত সিনেমায় অভিনয় করার জন্যই সৌরভকে শাসকদল থেকে ঝেড়ে ফেলা হল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।