Mahua Moitra: ব্যক্তিগত জীবন নিয়ে কথা কেন? বিতর্কের মাঝেই মহুয়ার পাশে অধীর
Mahua Moitra: আজ মহুয়ার পাশেই দাঁড়াতে দেখা গেল অধীরকে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, তিনি মহুয়ার পক্ষে বা বিপক্ষে নয় কথা বলছেন না। তাঁর বক্তব্য, তৃণমূলের সাংসদ হিসেবে নয়, লোকসভার একজন সহ-সাংসদ হিসেবেই তিনি মহুয়াকে দেখছেন।
কলকাতা: বিতর্কের মধ্যেই ফের একবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পক্ষে ব্যাট ধরলেন প্রদেশ কংগ্রস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। এথিক্স কমিটি ও মহুয়াকে ঘিরে গতকাল দিনঘর চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী থেকেছে রাজধানী। আর তারপর আজ মহুয়ার পাশেই দাঁড়াতে দেখা গেল অধীরকে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, তিনি মহুয়ার পক্ষে বা বিপক্ষে নয় কথা বলছেন না। তাঁর বক্তব্য, তৃণমূলের সাংসদ হিসেবে নয়, লোকসভার একজন সহ-সাংসদ হিসেবেই তিনি মহুয়াকে দেখছেন।
অধীর রঞ্জন চৌধুরীর কথায়, “একজন সাংসদের অধিকার বিজেপির কয়েকজন নেতা ঠিক করে দেবে, এটা মেনে নেওয়া যায় না। একজন সাংসদ প্রশ্ন করবেনই। কোথা থেকে সেই প্রশ্নের উৎপত্তি হচ্ছে, সেটা নিয়ে বিজেপির মাথাব্যথা কেন? প্রশ্নটা সত্যি নাকি মিথ্যা, বৈধ নাকি অবৈধ, সেটা বলা হোক। প্রশ্ন যদি অপ্রাসঙ্গিক হয়, তাহলে সেটা সংসদের ভিতরে বলা হোক। কিন্তু যেটা হচ্ছে, তা সরকারি ক্ষমতার অপব্যবহার। আমি দেখছি, তাঁকে অপরাধী হিসেবে দেখানো হচ্ছে। আমি তাঁকে তৃণমূল নেত্রী হিসেবে দেখছি না। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনও কথা বলতে রাজি নই। বিজেপি যা করছে, তা অন্যায়।”
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর কথায়, তিনি তৃণমূল সাংসদ মহুয়ার পাশে নন, ব্যক্তি মহুয়া তথা অধীরের সহ-সাংসদ মহুয়ার পাশে দাঁড়াচ্ছেন। অধীরের বক্তব্য, মহুয়া যে প্রশ্নগুলি করছেন, সেগুলি বিজেপি হজম হচ্ছে না। সেই কারণেই এইসব করা হচ্ছে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।