Fraud Case: ৫৪ লাখ দিলেই ডাক্তারিতে ভর্তি, ফের রাজ্যের মেডিক্যাল কলেজে অ্যাডমিশনের নামে প্রতারণার অভিযোগ
Admission in Medical College: দিল্লির এক বাসিন্দাকে রাজ্যের মেডিক্যাল কলেজে ভর্তি করানোর নামে প্রতারণার অভিযোগ। দিল্লির ওই বাসিন্দা অভিযোগ জানিয়েছেন লালবাজারে। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন লালবাজারের গোয়েন্দারা।
কলকাতা : ডাক্তারিতে ভর্তির নাম করে প্রতারণার চক্র যে এ রাজ্যে ক্রমশ জাল বিস্তার করছে তা ফের একবার প্রমাণিত হল। অন্তত এমনই মনে করছেন চিকিৎসক মহলের একাংশ। গত এপ্রিলে আর জি কর মেডিক্যাল কলেজে এরকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার দিল্লির এক বাসিন্দাকে রাজ্যের মেডিক্যাল কলেজে ভর্তি করানোর নামে প্রতারণার অভিযোগ। দিল্লির ওই বাসিন্দা অভিযোগ জানিয়েছেন লালবাজারে। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন লালবাজারের গোয়েন্দারা। তবে ঠিক কোন মেডিক্যাল কলেজে ভর্তির কথা বলে এই প্রতারণা করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানাতে চাননি লালবাজারের গোয়েন্দারা। গত সপ্তাহে এই বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এক প্রস্থ বৈঠকও করেন লালবাজারের অফিসাররা। যে পরিমাণ অঙ্কের প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ, সেটিও নেহাৎ কম নয়। মেডিক্যাল কলেজ সূত্রের খবর, প্রতারণার অঙ্কের পরিমাণ ৫৪ লক্ষ টাকা।
এর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির নামে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সে ক্ষেত্রে প্রতারণার অঙ্কের পরিমাণ ছিল ২০ লক্ষ টাকা। এবার আরও মোটা অঙ্কের প্রতারণার অভিযোগ উঠেছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের চিকিৎসক মহল। এ রাজ্যে প্রতারণার চক্র অনেক গভীরে বলে আশঙ্কা করছেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ। সূত্রের খবর, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকায় নাম এসেছে, এ রাজ্যের এমন অনেক পড়ুয়ার কাছেও বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে টোপ আসছে। চিকিৎসক মহলের একাংশের অনুমান, সম্ভবত সেই কারণেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ভর্তি প্রক্রিয়া কীভাবে চলে, তা বুঝতে চাইছেন গোয়েন্দারা।
বার বার এভাবে মেডিক্যালে ভর্তির নাম করে প্রতারণার অভিযোগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসক মহলে? এই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে রয়েছে? তা খুঁজে বের করতে তদন্তে নেমেছেন গোয়েন্দারা। কিছুদিন আগে আর জি কর মেডিকেল কলেজে এমন প্রতারণার অভিযোগ উঠেছিল। আর জি কর হাসপাতালের ডোনার্স কোটায় মেডিক্যাল পড়ুয়াদের ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মেডিক্যালে ভর্তির নামে প্রতারণার অভিযোগ শহরে। টাকার অঙ্ক এবার, আরও বেশি।