Arjun Chaurasia: অর্জুনের মৃত্যুরহস্যের তদন্তে ৬ সদস্যর সিট গঠন লালবাজারের
BJP: রবিবারই অর্জুনের ভাই জানিয়েছেন, সিটকে তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। তবে তার আগে ময়নাতদন্তের রিপোর্ট কী আসে সেদিকে নজর থাকবে তাঁদের।
এই নোটিসে বলা হয়েছে, অর্জুন চৌরাসিয়ার যে মোবাইল ফোন, সেটি তদন্তকারীরা উদ্ধার করলেও পাসওয়ার্ড তারা ব্রেক করতে পারছেন না। তদন্তকারীদের অনুমান, এই পাসওয়ার্ড ব্রেক করা গেলে হয়ত তা তদন্তে নতুন গতি এনে দিতে পারে। একইসঙ্গে অর্জুনের ইমেল আইডি ও পাসওয়ার্ডও জানতে চায় সিট। তদন্তের স্বার্থে এই তথ্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ ৫টার মধ্যে পরিবারের কাউকে চিৎপুর থানায় যেতে বলা হয়।
যদিও ইতিমধ্যেই অর্জুন চৌরাসিয়ার পরিবার পুলিশকে জানিয়েছে তাঁরা এ ব্যাপারে কোনও সহযোগিতা করতে পারবে না। কারণ এই পাসওয়ার্ডের বিষয়ে তারা জানে না। তাই এদিন তারা থানায় কেউ যেতে পারছে না। একইসঙ্গে তারা জানিয়েছে, পারলৌকিক কাজের জন্য এদিন তাদের গঙ্গার ঘাটেও যেতে হবে। একইসঙ্গে অর্জুনের ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশকে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে মঙ্গলবার অবধি অপেক্ষা করবেন তাঁরা। কারণ, এর আগে ময়নাতদন্তের রিপোর্ট তাঁরা হাতে পাবেন না।