AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধনের আগে ‘নস্টালজিক’ মমতা, কী বললেন?

Mamata Banerjee: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছি। রাজ্যের তরফে আমি বিনামূল্যে জমি, রাস্তা তৈরি করার ব্যবস্থা করেছি। গৃহহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। প্রকল্পগুলি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছি।"

Mamata Banerjee: মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধনের আগে 'নস্টালজিক' মমতা, কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মমতা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 22, 2025 | 4:54 PM
Share

কলকাতা: ‘আজ আমায় একটু নস্টালজিক হতে দিন।’ শুক্রবার মেট্রোর তিনটে নতুন রুটের উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর তিনটে নতুন রুটের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। তবে উদ্বোধনের আগে ‘আবেগঘন’ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

একসময় তিনি রেলমন্ত্রী ছিলেন। তারপর গত ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন তাঁর নেওয়া পদক্ষেপ আজ বাস্তবায়ন হল। এই নিয়ে ‘স্মৃতিমেদুর’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আজ একটু স্মৃতি-তাড়িত হতে দিন।” এরপরই তিনি লেখেন, “ভারতের রেলমন্ত্রী হিসেবে, আমি মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডরের পরিকল্পনা এবং অনুমোদন করেছিলাম। নীলনকশা তৈরি করেছি। তহবিলের ব্যবস্থা করেছি। কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত (জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ) যাতে একটি আন্তঃনগর মেট্রো গ্রিডের মাধ্যমে সংযুক্ত হতে পারে।”

২০১১ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। তারপর মেট্রোর কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, “পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছি। রাজ্যের তরফে আমি বিনামূল্যে জমি, রাস্তা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছি। গৃহহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। প্রকল্পগুলি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছি। আমাদের মুখ্যসচিবরা এর বাস্তবায়নে সংস্থাগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। রেলমন্ত্রী হিসেবে আমি যে পরিকল্পনা করেছিলাম, সেগুলির বাস্তবায়নেও আমি অংশগ্রহণ করেছি।” শেষে তিনি লেখেন, “মেট্রো পরিকাঠামোর সম্প্রসারণ আমার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল। আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন।”

এদিন আবার রাজ্য সিপিএমের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর পূর্বতন বামফ্রন্টের সরকারের দূরদর্শিতার ফল। সোশ্যাল মিডিয়ায় সিপিএম লেখে, “কলকাতার ইস্ট–ওয়েস্ট মেট্রো করিডর- বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল। ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল, অমিতাভ নন্দী, তড়িৎবরণ তোপদার, মহম্মদ সেলিম-সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই প্রকল্পের শিলান্যাস হয়।”