Ram Mandir: বাংলার ভক্তদের নিয়ে যাওয়া হবে অযোধ্যায়, লোকসভার আগে রাম মন্দিরের প্রচারে জোর VHP-র
Ram Mandir: মন্দিরের উদ্ধোধনের পর সব রাজ্য থেকে মন্দির দেখাতে মানুষকে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই রাজ্য থেকে প্রায় ৬ হাজার ভক্তকে নিয়ে যাওয়া হবে ৬ ফেব্রুয়ারি।
কলকাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। সলতে পাকানোর কাজটা শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। শেষবারের লোকসভা নির্বাচনে বাংলায় ভালই ফল হয়েছিল পদ্ম শিবিরের। কিন্তু, বিধানসভা নির্বাচনে পার হয়নি একশো আসনের গণ্ডি। সে কারণেই এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে বিশেষ নজর দিতে চাইছে বঙ্গ বিজেপি (BJP)। এদিকে নতুন বছরের শুরুতেই আবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। ২২ জানুয়ারি হবে উদ্বোধন। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। রাম মন্দিরকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরের ভোট ব্যাঙ্ক চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদও।
সূত্রের খবর, রাম মন্দিরের উদ্ধোধন দেখার বাড়িতে বাড়িতে বাড়িতে আমন্ত্রণ করতে যাবে বিশ্ব হিন্দু পরিষদ। এই জন্য রাজ্যে বিশেষ কমসূচিও নেওয়া হয়েছে। পয়লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি গোটা রাজ্যেই মানুষের বাড়িতে বাড়িতে যাবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। সমাজের সব স্তরের মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা যাচ্ছে।
মন্দিরের উদ্ধোধনের পর সব রাজ্য থেকে মন্দির দেখাতে মানুষকে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই রাজ্য থেকে প্রায় ৬ হাজার ভক্তকে নিয়ে যাওয়া হবে ৬ ফেব্রুয়ারি। এরাই ফিরে এসে রাজ্য়ে করবেন রাম মন্দিরের প্রচার। কেমন দেখলেন রাম মন্দির, তার মাহাত্ম সবটাই করবেন প্রচার। এছাড়াও রাম মন্দির উদ্ধোধনের দিন এই রাজ্যে ঘরে ঘরে শঙ্খ বাজাবেন মহিলারা। স্থানীয় মন্দিরে জ্বালানো হবে প্রদীপ। সে জন্যও নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র এবং মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখোপাধ্যায় বলছেন, “সারা দেশের প্রতিটা প্রান্ত থেকে সমস্ত রাম ভক্তদের কাছে নিমন্ত্রণ নিয়ে যাব। প্রতিটা গ্রাম, শহর অলিতে-গলিতে যাব। সবাইকে বলব রাম মন্দির দেখতে আসুন।”