AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: শুক্রবার রবীন্দ্রনগরে যাচ্ছেন না অগ্নিমিত্রা-দীপকরা, সব কর্মসূচি বাতিল বঙ্গ বিজেপির

Bengal BJP: পরিষদীয় দলের দুই কর্মসূচি আগামী ১৬ তারিখ করা হবে বলে জানিয়েছেন মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অন্যদিকে দলীয় কর্মসূচি আবার ১৪ তারিখ থেকে করা হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Bengal BJP: শুক্রবার রবীন্দ্রনগরে যাচ্ছেন না অগ্নিমিত্রা-দীপকরা, সব কর্মসূচি বাতিল বঙ্গ বিজেপির
কর্মসূচিতে বিজেপি নেতারা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 12, 2025 | 8:40 PM
Share

আমেদাবাদ: আমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশেই। সমবেদনা জানিয়ে শুক্রবার সমস্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করল বঙ্গ বিজেপি। একই পথে হাঁটল বিজেপির পরিষদীয় দলও। এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতা জেলা অফিসে রবীন্দ্র নগরের আহতদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। তা তিনি করেননি। 

শুক্রবার রবীন্দ্রনগর নিয়ে বিধানসভায় অবস্থান কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেটাও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। রবীন্দ্রনগর নিয়ে আলাদা কর্মসূচি ছিল বিজেপির পরিষদীয় দলের। রবীন্দ্রনগর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নেতৃত্বে দেওয়ার কথা ছিল অগ্নিমিত্রা পাল আর দীপক বর্মনের। সঙ্গে থাকতেন কয়েকজন বিধায়ক। কিন্তু সেটাও বাতিল করা হয়েছে বলে খবর। 

পরিষদীয় দলের দুই কর্মসূচি আগামী ১৬ তারিখ করা হবে বলে জানিয়েছেন মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অন্যদিকে দলীয় কর্মসূচি আবার ১৪ তারিখ থেকে করা হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, ভয়াবহ এই দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা জানা না গেলেও বসতি এলাকায় ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। বিমানে ছিলেন গুজরাতের বর্ষীয়ান বিজেপি নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আমেদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একাংশের দাবি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩১৭ জনের মৃত্যু হয়েছে।