Covid in Bengal: কেন্দ্রের পোর্টালে বাংলার কোভিড তথ্য আপলোড বন্ধ? জল্পনার মধ্যে মুখে কুলুপ স্বাস্থ্য ভবনের
Covid in Bengal: শেষ আপডেট বলছে বর্তমানে বঙ্গ মোট আক্রান্তের সংখ্যা ৭৪৭। যদিও তারপর আর কোনও আপডেট দেওয়া নেই। পশ্চিমবঙ্গের জায়গায় লেখা Covid 19 data awaited. গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ স্বাস্থ্য ভবনের।

কলকাতা: কেন্দ্রের পোর্টালে কোভিড তথ্য আপলোড কি স্থগিত স্বাস্থ্য ভবনের? প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড পোর্টাল। পশ্চিমবঙ্গ থেকে আসছে না কোভিড তথ্য। বুধবারের পোর্টালে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ৪৮ ঘণ্টা ধরে রাজ্যের আক্রান্ত-মৃত্যুর তথ্য অমিল কেন্দ্রীয় পোর্টালে। এরপরই পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তথ্য না জানানোর অভিযোগ প্রকাশ্যে আনল কেন্দ্র। তা নিয়েই স্বাস্থ্য মহলের অন্দরে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।
শেষ আপডেট বলছে বর্তমানে বঙ্গ মোট আক্রান্তের সংখ্যা ৭৪৭। যদিও তারপর আর কোনও আপডেট দেওয়া নেই। পশ্চিমবঙ্গের জায়গায় লেখা Covid 19 data awaited. গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ স্বাস্থ্য ভবনের। কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির বক্তব্য তাঁরা তথ্য আপলোড করতে গেলে স্বাস্থ্য ভবনের পোর্টাল খুলছে না। এখানে বেড়েছে জটিলতা। এই অবস্থায় শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ই-মেল করে পরিসংখ্যান জানানোর কথা ভেবেছে।
সার্ভিস ডক্টর্স ফোরামের সম্পাদক সজল বিশ্বাস বলছেন, “এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য় চাপা হলে তাতে অত্যন্ত ক্ষতি হতে পারে। আগামীতে এটা মহামারির আকার নিতে পারে। তাই তথ্য় চাপা যাতে না হয় সেদিকে নজরদারির প্রয়োজন রয়েছে। কোথায় কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে, কোন হাসপাতালে কতজন ভর্তি হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য আসা খুবই প্রয়োজনীয়। কারণ, মহামারি আটকাতে গেলে সঠিক তথ্য দরকার। সঠিক তথ্য না হলে মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনা করা যায় না।”
তবে কোভিড পরিস্থিতির উপর যে সরকারের সদা নজর রয়েছে তা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে করোনা সংক্রান্ত বৈঠকও করেন। স্পষ্ট বলেছিলেন, “আমরা সতর্ক আছি। প্রস্তুতি নেওয়া আছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।” সাবধানতা অবলম্বন করতে দিয়েছিলেন একগুচ্ছ পরামর্শ। বলেছিলেন, “যদি কারও অন্য কোনও রোগ থাকে তারা সতর্ক থাকুন। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করান।”





