AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: এবার আরও সুবিধা! পুজোর মুখে এই রুটের মেট্রো-যাত্রীদের জন্য বড় সুখবর

Kolkata Metro: গত ২৫ অগস্ট থেকে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু করা হয়। এরপরই দেখা গিয়েছিল, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর যাওয়ার এই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণ যাত্রী হচ্ছে, অনেক মানুষেরই খুব সুবিধে হচ্ছে। এরপরই নয়া সিদ্ধান্ত নেওয়া হয় মেট্রোর তরফে।

Kolkata Metro: এবার আরও সুবিধা! পুজোর মুখে এই রুটের মেট্রো-যাত্রীদের জন্য বড় সুখবর
Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 10, 2025 | 11:19 PM
Share

কলকাতা: কিছুদিন আগেই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত চালু হয়েছে মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটের মেট্রো উদ্বোধন করার পর এখন গড়িয়া থেকে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া কঠিন কিছু নয়। এমনকী হাওড়া থেকে এসপ্লানেড হয়ে মেট্রোতেই চলে যাওয়া যাচ্ছে এয়ারপোর্ট। সেই নতুন রুটের জন্য এবার আরও সুখবর।

গত ২২ অগস্ট নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটের উদ্বোধন করা হলেও আপতত শনিবার ও রবিবার ওই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। শনিবার এবং রবিবার মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে এই হলুদ লাইনে। অর্থাৎ ছুটির দিনেও নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ স্টেশনে যাওয়া যাবে।

গত ২৫ অগস্ট থেকে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু করা হয়। এরপরই দেখা গিয়েছিল, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর যাওয়ার এই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণ যাত্রী হচ্ছে, অনেক মানুষেরই খুব সুবিধে হচ্ছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শনিবার এবং রবিবার পরিষেবা চালু থাকবে।

আপ এবং ডাউন লাইন মিলিয়ে শনিবার মোট ৪৪টি পরিষেবা চলবে, রবিবার ৪০টি মেট্রো পরিষেবা থাকবে। শনিবার মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৩৫ মিনিট থেকে, চলবে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত। রবিবার সকালে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা ৩৫ মিনিট থেকে, পরিষেবা চলবে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত। শনিবার এবং রবিবার দুদিনই মেট্রো পরিষেবা চলবে ৩৫ মিনিট অন্তর। পুজোর আগে সাধারণ মানুষের আরও বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।