BJP: ‘মনে রাখতে হবে রাজ্যে… ’, ছবি রাজনীতি উড়িয়ে ‘ছেচল্লিশের’ কথা মনে করালেন শমীক
BJP: সভাপতিত্ব গ্রহণের মঞ্চে শিল্প থেকে কর্মসংস্থান, একাধিক সামাজিক বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিকে। শুভেন্দু অধিকারীরা যেখানে হিন্দু ভোট এককাট্টা করার কথা বলছেন, সেখানে সোজা মঞ্চে উঠে শমীক বলেছিলেন বিজেপি সংখ্য়ালঘুদের বিরোধী নই।

কলকাতা: বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসেছেন শমীক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে সভাপতিত্ব গ্রহণের মঞ্চে আলো করে ছিল কালীঘাটের কালীর ছবি। তবে কী রাম ছেড়ে এবার কালী স্মরণে বিজেপি? প্রশ্ন ঘুরছে পুরোদমে। যদিও শমীক বলছেন লাইন কিছু বদলায়নি। আত্মসমর্পণ না করে, কারও আঁচল না ধরে বিজেপি নিজের পথে একদম ঠিক আছে।
এদিন সাংবাদিক বৈঠকে খানিক ক্ষোভের সঙ্গেই শমীককে বলতে দেখা যায়, “এখন তো বিরাট প্রশ্ন ঘোরাফেরা করছে! বলা হচ্ছে বিজেপি কালীকে ধরেছে রামকে ছেড়ে! বিজেপি কাউকে ধরাধরি ছাড়াছাড়ির রাজনীতি করে না।” ঠিক এরপরই তাঁর সংযোজন, “বিজেপি ১ শতাংশে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে, ২৪২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ আসনে জয়লাভ করার পরেও অটল বিহারী বাজপেয়ী যেটা বলেছিলেন সেটা আমরা করে দেখিয়েছি। আত্মসমর্পন না করে, কারও আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সঠিকভাবে রেখে আমরা করে দেখিয়েছি।”
সভাপতিত্ব গ্রহণের মঞ্চে শিল্প থেকে কর্মসংস্থান, একাধিক সামাজিক বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিকে। শুভেন্দু অধিকারীরা যেখানে হিন্দু ভোট এককাট্টা করার কথা বলছেন, সেখানে সোজা মঞ্চে উঠে শমীক বলেছিলেন বিজেপি সংখ্য়ালঘুদের বিরোধী নই। ঠিক এরপরই রাজ্যের সংখ্যালঘুদের আত্মসমালোচনা করার কথাও বলেন। আয়নার সামনে দাঁড়িয়ে বিগত কয়েক বছরে তাঁদের অবস্থার কী বদল হয়েছে সেই প্রশ্ন করতে বলেন সংখ্যালঘুদেরই। পিছনে তখন কালীঘাটের কালীর ছবি। তা নিয়েই উত্তাল বঙ্গ রাজনীতি। শমীক যদিও বলছেন, “যাঁরা ছবির রাজনীতি করছেন, বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি করছেন তাঁদের মনে রাখতে হবে এই মুহূর্তে ছেচল্লিশের অবস্থা রাজ্যে ফিরে এসেছে।”
