Sukanta Majumdar: দিলীপের রাস্তায় সুকান্ত? CPIM-র প্রশংসা করতেই শুরু চাপানউতোর

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2024 | 5:16 PM

Sukanta Majumdar: সম্প্রতি প্রায়শই নিজের দলেরই ‘সমালোচনা’ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে তো কেন, কী জন্য দলের ‘বাড়তি মেদ’ ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে।

Sukanta Majumdar: দিলীপের রাস্তায় সুকান্ত? CPIM-র প্রশংসা করতেই শুরু চাপানউতোর
রাজনৈতিক মহলেও জোর জল্পনা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কখনও মমতার মুখে আবার কখনও দিলীপ ঘোষের মুখে, এবার সিপিএমের প্রশংসা সুকান্তর গলায়। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া আক্রমণ করেন তৃণমূলকে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে বামেদের প্রশংসা। একুশের বিধানসভা ভোটের পর প্রকাশ্যেই বলেছিলেন, বামেরা বিজেপির থেকে ভাল। তিনি চাননি বাম-কংগ্রেস জোট শূন্য আসন পাক। এও বলেছিলেন, “বিজেপির পরিবর্তে বাকি আসনগুলি যদি বাম কংগ্রেস জোটের সংযুক্ত মোর্চা জিতত তাহলে ভাল হত।” 

এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “তৃণমূলের কোনও লক্ষ্য নেই। সিপিআইএমের সঙ্গে আমাদের বিরোধ আছে। সমালোচনা করি। কিন্তু, তাদের একটা আদর্শ আছে। লক্ষ্য আছে। কিন্তু তৃণমূলের কিছু নেই। সিপিএমকে সরানোর লক্ষ্য ছিল। কিন্তু তারপরে কী ওরা জানে না!” শুধু কী সুকান্ত! কিছুদিন আগে বাম ব্রিগেড থেকে আসা বিজেপি কর্মীদের হয়ে ব্যাট ধরতে দেখা যায় সুকান্তর পূর্বসূরীকে। 

এই খবরটিও পড়ুন

সম্প্রতি প্রায়শই নিজের দলেরই ‘সমালোচনা’ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে তো কেন, কী জন্য দলের ‘বাড়তি মেদ’ ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে। তাঁর সাফ কথা, বাইরে থেকে আসা নেতাদের  উপযোগিতা, কাজে লাগাতে হবে। তাঁদেরকে যোগ্য জায়গায় দিতে হবে। না হলে তাঁদেরকে বাদ দিতে হবে। আর তা না হলে মেদ বাড়বে। এ কথা বলতে গিয়েই সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে। বলেন, “সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে। তবে এটা বলব সিপিএমের লোকদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ।” 

Next Article
Voter Card: কে জঙ্গি কে আম-আদমি? এবার ভোটার তালিকা ‘শুদ্ধিকরণে’ বিশেষ নজর নির্বাচন কমিশনের
Bangladeshi infiltrator arrested: বাংলাদেশি অনুপ্রবেশকারী আবিদুর জাল নথি পেলেন কীভাবে? উত্তর লুকিয়ে বারাসতে