AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Swasthabhawan Abhijan: এককাট্টা বিজেপি, দিলীপ-শুভেন্দু-সুকান্তরা পায়ে পা মিলিয়ে স্বাস্থ্যভবন অভিযানে

CBI: ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, দায়িত্ব পাওয়ার পর সিবিআই এখনও অবধি তদন্ত কত দূর এগোতে পারল? এর আগেও একাধিক তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হলেও তার দীর্ঘসূত্রিতা নিয়ে কখনও আদালতে প্রশ্ন উঠেছে, কখনও বিরোধীরা প্রশ্ন তুলেছে। শুভেন্দুর জবাব, সিবিআই ছিল বলেই পার্থ-অর্পিতারা জেলে, বগটুইয়ের দোষীরা ধরা পড়েছে।

BJP Swasthabhawan Abhijan: এককাট্টা বিজেপি, দিলীপ-শুভেন্দু-সুকান্তরা পায়ে পা মিলিয়ে স্বাস্থ্যভবন অভিযানে
দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা মিছিলে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 2:51 PM
Share

কলকাতা: হিডকো থেকে বিজেপির মিছিল শুরু হয়ে গিয়েছেন। গন্তব্য স্বাস্থ্যভবন। আরজি করের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি স্বাস্থ্যভবন ঘেরাও-এর ডাক দিয়েছে। মিছিলে পা মেলাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়রা।

মিছিলের শুরুতেই শুভেন্দু অধিকারী বলেন, “সুপ্রিম কোর্টে লাইভ শুনানি সকলেই দেখছেন। রাজ্য সরকার সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ করেছে। যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন। সেই মুখ্যমন্ত্রী তাঁর সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগাল ব্যাটেলে প্রয়োগ করেছেন। যাতে জাস্টিস না পান। সব দেখছে মানুষ। তবে ইডি হয়ে যাওয়া উচিত। আজ কোর্টে হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি গোটা বিষয়টা দেখছেন।”

ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, দায়িত্ব পাওয়ার পর সিবিআই এখনও অবধি তদন্ত কত দূর এগোতে পারল? এর আগেও একাধিক তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হলেও তার দীর্ঘসূত্রিতা নিয়ে কখনও আদালতে প্রশ্ন উঠেছে, কখনও বিরোধীরা প্রশ্ন তুলেছে।

আরজি করের ঘটনার তদন্তভারও পেয়েছে সিবিআই। এই মামলার গতি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য, “প্রথম পাঁচদিন রাজ্য পুলিশের হাতেই ছিল। তারা তো সব লোপাট করেছে, ভেঙেছে। সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে, সেটা আজ সবপক্ষের আইনজীবীকে সুপ্রিম কোর্ট দিয়েছে। সিবিআই স্টেটাস রিপোর্টে কী বলেছে, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। আর সিবিআই ছিল বলেই বগটুইয়ের লোকেরা জেলের ভিতর। সিবিআই ছিল বলে পার্থ-অর্পিতারা জেলে। সিবিআই ছিল বলেই কেষ্ট এবং তাঁর সিকিউরিটি সায়গলরা জেলে।”