Mysterious Death: গলায় গামছা বাঁধা দেহ ঝুলছে, শহরের হোটেলে ভয়াবহ ঘটনা
Mysterious Death: মৃত্যু স্বাভাবিক নয় বলেই মনে করছে পরিবার। মৃত্যু কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা : শহরের একটি হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মৃত যুবক হোটেলেরই কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার চিনার পার্কের ওই হোটেলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হলেও প্রশ্ন উঠেছে, কী ভাবে অন্যদের উপস্থিতিতে যুবকের মৃত্যু ঘটল? পরিবারের তরফ থেকে থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেল কর্মীর নাম অরুণ মণ্ডল। শাসন থানা এলাকার বাসিন্দা তিনি। ২৬ বছর বয়সের ওই যুবক কাজের জন্য হোটেলেই থাকতেন। হোটেলের একটি ঘরে তিনি অন্যান্য কর্মীদের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। সেই ঘর থেকেই এ দিন দেহ উদ্ধার করে পুলিশ। গামছা দিয়ে পাখার সঙ্গে ঝোলানো ছিল দেহ। হোটেলের কর্মীরাই প্রথমে সেই দৃশ্য দেখতে পান। এরপর তাঁরা খবর দিলে, ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে। শাসন, বাগুইআটি ও টালা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। যুবকের পরিচিতরা জানিয়েছেন, এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কও তৈরি হয় সম্প্রতি, কিছু ঋণও ছিল তাঁর। এ সবের সঙ্গে মৃত্যুর কোনও সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। যে ঘরে অনেকে থাকতেন, সেই ঘরে ওই যুবক আত্মঘাতী হলেন, কী ভাবে, সেই প্রশ্নই তুলছে পরিবার।