CBI notice to Abhishek Banerjee: ‘এত তাড়া কেন’, অভিষেককে নোটিস নিয়ে প্রশ্ন কুণালের, কী বলছেন বিরোধীরা?
CBI notice to Abhishek Banerjee: তৃণমূলের দাবি, অভিষেককে নোটিস দেওয়ার ক্ষেত্রে সিবিআই-এর একটু বেশিই তাড়া। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'এত তাড়া?'
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই-এর এই নোটিস যে ঘাসফুল শিবিরকে নতুন অস্বস্তিতে ফেলেছে, তেমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই নোটিস যে অভিপ্রেত ছিল, তেমনই বলছেন বিরোধীরা। তবে তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন না, কোনও উদ্বেগও নেই। হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিস দিয়েছে সিবিআই। শনিবারই তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নোটিস প্রসঙ্গে বলেন, ‘উনি প্রথম দিন সিবিআই-এর মুখোমুখি হননি। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। হাইকোর্টে নতুন বিচারপতি এসেও একই নির্দেশ বহাল রেখেছে। গতকাল বিকেল থেকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু বিচারপতিরা বলেছেন জরুরি শুনানি নয়। আইনের প্রক্রিয়ায় একপ্রকার ডাকতে বাধ্য হয়েছে সিবিআই।’
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মতে, এটাই স্বাভাবিক ছিল। এতদিন ডাকা হল না কেন, সেই প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, ‘এত সিরিয়াস মামলা। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। বারবার কোর্ট বদলানো হয়েছে। এবার সত্য সামনে এনে কোর্টে শোনানো হবে।’ অভিষেককে তাঁর পরামর্শ, ‘সহযোগিতা করুন, নির্দোষ হলে বেরিয়ে আসবেন।’
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘কুন্তল ঘোষের টাকা কোথায় গিয়েছে, সব ধরা পড়বে।’ তাঁর দাবি, কুন্তল ঘোষ মার্চ মাসের শেষে অভিষেকের নাম বলেছে। এতদিনে অভিষেককে ডাকা উচিত ছিল বলে মনে করেন তিনি। তাঁর দাবি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকাতে পারেনি।
তৃণমূলের দাবি, অভিষেককে নোটিস দেওয়ার ক্ষেত্রে সিবিআই-এর একটু বেশিই তাড়া। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এত তাড়া? সঙ্গে সঙ্গে নোটিস দিয়ে দিতে হবে?’ কুণাল ঘোষের দাবি, জেল বন্দি সুদীপ্ত সেনও দু খানা চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। সে ক্ষেত্রে কেন সিবিআই-এর তৎপরতা দেখা যাচ্ছে না? সেই প্রশ্নও তুলেছেন তিনি। কুণাল বলেন, ‘স্পষ্ট ভাবে বলি, এড়ানোর চেষ্টা, ধাক্কা, উদ্বেগ, এসব ভুল কথা। একটাই কথা অকারণে ডাকছে কেন?’