CBI Raid in Firhad Hakim’s House: ৯ ঘণ্টা পর ফিরহাদের বাড়ি থেকে বেরোল সিবিআই
CBI Raid in Firhad Hakim’s House: এ দিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি বের হয় নিজাম প্যালেস থেকে। চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ'জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে।
সাত-সকালে পুরমন্ত্রীর বাড়িতে হানা সিবিআই আধিকারিকদের। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালাতেই হানা গোয়েন্দা আধিকারিকদের। এ দিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি বের হয় নিজাম প্যালেস থেকে। চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে।
LIVE NEWS & UPDATES
-
ক’টা বউ, মদনকে প্রশ্ন
মদন বলেন, “আমাকে জিজ্ঞাসা করল আমার একটা বউ না দু’টো বউ। আমি বললাম আমি হাঁটলে পিছনে ৫০ জন গোপিনী হাঁটে। কিন্তু কোনও ৪৯৮ নেই। কৃষ্ণের এত গার্লফ্রেন্ড থাকে।” সবিস্তারে পড়ুন: ‘আপনার একটা বউ না দু’টো বউ?’, মদনকে প্রশ্ন সিবিআইয়ের
-
মদন এলেন ধরনা মঞ্চে
সিবিআই কামারহাটির বাড়ি থেকে বেরোতেই রাজভবনের সামনে তৃণমূলের ধরনা মঞ্চে হাজির মদন মিত্র।
-
-
‘সামাজিক যন্ত্রণার দায় নেবে কে?’, প্রিয়দর্শিনী হাকিম
বিস্তারিত পড়ুন: Firhad Hakim’s daughter FB post: ‘সামাজিক যন্ত্রণার দায় নেবে কে?’ ফেসবুকে গর্জে উঠলেন ববি কন্যা
-
মদন মিত্রের বাড়ি থেকে বেরলেন সিবিআই গোয়েন্দারা
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশির পর মদন মিত্রের বাড়ি থেকে বেরলেন সিবিআই গোয়েন্দারা। বিভিন্ন তথ্য সংগ্রহ করে বেরলেন তাঁরা।
-
কৃষ্ণনগরেও সিবিআই হানা
কৃষ্ণনগরেও সিবিআই হানা। পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসীম সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির দল
-
-
দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিংয়ের বাড়িতে CBI
দমদম পুরসভার পুরপ্রধানের বাড়িতে CBI। গোয়েন্দা আধিকারিকরা মনে করছেন উত্তর ২৪ পরগনার বারোটি পুরসভায় ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুর নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই সময় যাঁরা দায়িত্বে ছিলেন সেই প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে পৌঁছে যাচ্ছেন গোয়েন্দারা।
-
নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও সিবিআই হানা
নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও আজ একইসঙ্গে সিবিআই তল্লাশি চলছে। সকাল সাড়ে নটা নাগাদ সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে ঢুকেন।
-
জমায়েত থাকলেন ফিরহাদের বাড়ির সামনে কমছে বিক্ষোভ
পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির সামনে অনুগামীদের ভিড় থাকলেও আগের মতো তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন না। ফিরহাদের বাড়ির সামনের রাস্তা প্যারে মোহন রায় রোড খুলে দেওয়া হল। বাড়ির সামনে থেকে সরলো ভিড়। কলকাতা পুলিশও কম।
বিস্তারিত পড়ুন: Firhad Hakim: এখন কী হচ্ছে ববি হাকিমের বাড়িতে?
-
মদনের দক্ষিণেশ্বরে ফ্ল্যাটে তল্লাশি
ভবানীপুরের আবাসনের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বরের আবাসনে সিবিআই-এর তল্লাশি চলছে। CBI-এর তিন সদস্যের প্রতিনিধি দল তদন্ত চালাচ্ছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন কী ছবি তুলতে বাধা দিচ্ছেন তাঁরা। CBI মদন মিত্রের ঘর তল্লাশি চালাচ্ছে।
-
তল্লাশি নিয়ে কি আগেই অনুমান করেছিলেন মন্ত্রী?
বাড়িতে তল্লাশি চলতে পারে তা কি আগেই বুঝতে পেরেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম? Tv9 বাংলায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “মন্ত্রীদের টার্গেট করছে সিবিআই। পরিকল্পনা করে হেনস্থার চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির।” তাঁর দাবি ছিল, তদন্তে মিলবে না কিছুই।
বিস্তারিত পড়ুন: Firhad Hakim CBI Raid: ‘মন্ত্রীদের টার্গেট করছে CBI’, তল্লাশি নিয়ে কি আগেই অনুমান করেছিলেন মন্ত্রী?
-
উপরতলার মানুষদের জেলে পাঠানো কঠীন: প্রাক্তন CBI কর্তা
প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বলেন “উপরতলার মানুষদের জেলে পাঠানো কঠীণ কাজ। তবে আমি করে দেখিয়েছিলাম। বিষয়টি সহজ হয়নি। সূক্ষভাবে কাজটা করতে হয়। এই প্ল্যান অব অ্যাকশন এ রাজ্যের ক্ষেত্রে সিবিআই ও ইডি ঠিকমতো ভাবে করেনি।”
-
কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদমা রায়ের বাড়িতে CBI তল্লাশি
কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদমা রায়ের বাড়িতে CBI অফিসারদের তল্লাশি। কাঁচড়াপাড়া পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতেই CBI তিন সদস্যের প্রতিনিধি জিজ্ঞাসাবাদ করছে প্রাক্তন পৌরপ্রধানকে। আলমারি থেকে বিভিন্ন ফাইল এবং ডকুমেন্টস বের করে তল্লাশি অভিযান।
CBI Raids: হালিশহর-কাঁচড়াপাড়ার প্রাক্তন পৌরপ্রধানদের বাড়িতেও CBI, জোরকদমে চলছে তল্লাশি
-
মদনের বাড়িতেও সিবিআই
-
ববি হাকিমের বাড়িতে তাঁর দুই আইনজীবী
ফিরহাদ হাকিমের দু'জন আইনজীবী তমাল ঘোষ এবং গোপাল হালদার পৌঁছে গিয়েছেন মন্ত্রীর বাড়িতে। তবে গোয়েন্দা আধিকারিকদের অনুমতি না মেলায় বাড়ির ভিতর প্রবেশ করতে পারলেন না তাঁরা।
-
মদন মিত্রের বাড়িতে সিবিআই
সাতসকালেই ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল চলছে। এরইমধ্যে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও গেল সিবিআই। কামারহাটির বিধায়কের ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ তদন্ত মামলাতেই চলছে এই অভিযান। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
বিস্তারিত পড়ুন: CBI Raid: ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতে সিবিআই
-
হালিশহর পুরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে হানা
হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে ও CBI এর চার সদস্যের প্রতিনিধি দলের হানা। বাড়ির সব জায়াগাতেই তল্লাশি চালাচ্ছে তাঁরা। আলমারি থেকে সমস্ত কাগজপত্র তাঁরা ঘেঁটে দেখছে।হালিশহর পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে CBI আধিকারিকরা।
CBI Raids: হালিশহর-কাঁচড়াপাড়ার প্রাক্তন পৌরপ্রধানদের বাড়িতেও CBI, জোরকদমে চলছে তল্লাশি
-
মন্ত্রী বাড়ি ঘিরে ফেলেছেন গোয়েন্দারা
বিস্তারিত পড়ুন: CBI Raid in Firhad Hakim’s House: রবিবার সাত-সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা CBI-এর
-
ববির মোবাইল নিয়ে নিল CBI
ফিরহাদ হাকিমের মোবাইল দখলে নিয়ে তল্লাশি চালাচ্ছে CBI। শুধু তাই নয়, ফিরহাদের বাড়ির সামনে জমে থাকা ভিড়ের ভিডিওগ্রাফি করে রাখলেন গোয়েন্দারা।
-
'দাদাকে ভালবেসে এসেছি'
ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছনোর খবর চাউর হতেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী থেকে শুরু করে এলাকাবাসী। উত্তেজিত এক কর্মী বলেন, “জয় শাহর বাড়িতে যে আগে তল্লাশি চালানো হয়। ওরা বাংলায় কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। ওরা কিছুই করতে পারবে না।” আরও এক এলাকাবাসী বলেন, "দাদাকে ভালবেসে এসেছি। আমরা কোনও পার্টির কর্মী নই।"
-
ভিতরে ঢুকতে পারলেন না ববিকন্যাও
বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বাইরে বেরিয়ে এসেছেন মন্ত্রী কন্যা। চোখ মুখে বিরক্তি ছাপ স্পষ্ট। তিনি বাইরে এসে গোয়েন্দাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন ঠিক কী কারণে তল্লাশি।
Published On - Oct 08,2023 10:02 AM