Bangladeshi MP Death: সাংসদের দেহের কুচি-কুচি করে কাটা অংশ, হলুদ মাখিয়ে এই ট্রলিতেই নিয়ে যাওয়া হচ্ছিল! দেখুন সেই ভিডিয়ো
Bangladeshi MP Death: তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন সাংসদকে খুন করার জন্য ৫ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনিদের আড়াই কোটি টাকা অগ্রিম-ও দেওয়া হয়েছিল। প্রাক্তন পুলিশ কর্তারা খুনের ধরন দেখে বলছেন, ব্যক্তিগত শত্রুতা আর ব্যবসায়িক লাভের জন্যই খুন করা হয়ে থাকতে পারে ওই সাংসদকে।
কলকাতা: হাড়-মাংস আলাদা করে হলুদ মাখিয়ে দেহাংশ ভরে নেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাগে। তারপর সেগুলো কোথায় পাঠানো হল, তা এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে সূত্র মেলানোর চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে সামনে এল একটি ফুটেজ। যে আবাসনে নিয়ে গিয়ে সাংসদকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান, সেই আবাসনের একটি সিসিটিভি ফুটেজ এসেছে TV9 বাংলার হাতে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লিফট থেকে ট্রলি নিয়ে বেরচ্ছেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ যা জানতে পেরেছে, তার ভিত্তিতে পুলিশের অনুমান সবুজ রঙের এই ট্রলিতেই নিয়ে যাওয়া হচ্ছিল কুচি কুচি করে কাটা দেহাংশ। বাংলাদেশ পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে সেই ফুটেজ। যে দিন খুন করা হয় বলে অনুমান, সেই ১৩ মে-র পরের দিনের ফুটেজ এটি। ভিডিয়োটির সত্যতা যাচা করেনি TV9 বাংলা।
তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন সাংসদকে খুন করার জন্য ৫ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনিদের আড়াই কোটি টাকা অগ্রিম-ও দেওয়া হয়েছিল। প্রাক্তন পুলিশ কর্তারা খুনের ধরন দেখে বলছেন, ব্যক্তিগত শত্রুতা আর ব্যবসায়িক লাভের জন্যই খুন করা হয়ে থাকতে পারে ওই সাংসদকে। কয়েক কোটি টাকা লাভ হবে বলেই ৫ কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করেননি আততায়ী।
জানা গিয়েছে, খুনের পর দেহাংশের পচন ও দুর্গন্ধ ঠেকাতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। দেহের টুকরো টুকরো করে কিমা করা হয় দেহ। সেই দেহাংশ ফ্ল্যাটের ভিতরেই ফ্রিজের মধ্যে রাখা হয়।