Mamata Banerjee Exclusive: ‘ইভিএম চিপের উপরেই কি ভরসা বিজেপির?’, কেন এই প্রশ্ন মমতার মনে
Mamata Banerjee on EVM: মমতার দাবি, নির্বাচন কমিশনের কাছে অনেকেই তথ্য জানার অধিকার আইনে আবেদন জমা করেছেন। সেই আরটিআইতে জানতে চাওয়া হয়েছে, ইভিএম মেশিনের চিপ কোন কোম্পানিকে দিয়ে বসানো হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, 'কমিশন একেবারে পুতুলের মতো চলছে, কিছুই বলছে না। মুখই খুলছে না।'
কলকাতা: লোকসভা ভোটের মুখে আবারও ইভিএম-এর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবার যে ৪০০ পারের হুঙ্কার দিয়েছে, তা কীভাবে বাস্তবায়িত হওয়া সম্ভব সেই নিয়েই সংশয় মমতার। প্রথম দফার ভোটের আগে টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে সেই সমীকরণ বোঝাতে গিয়েই মুখ্যমন্ত্রী আবারও উস্কে দিলেন ইভিএম-ইস্যু। মমতার দাবি, নির্বাচন কমিশনের কাছে অনেকেই তথ্য জানার অধিকার আইনে আবেদন জমা করেছেন। সেই আরটিআইতে জানতে চাওয়া হয়েছে, ইভিএম মেশিনের চিপ কোন কোম্পানিকে দিয়ে বসানো হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ‘কমিশন একেবারে পুতুলের মতো চলছে, কিছুই বলছে না। মুখই খুলছে না।’
তৃণমূল সুপ্রিমো সাম্প্রতিককালে একাধিকবার দাবি করেছেন নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হচ্ছে। আর আবারও সেই অভিযোগও তুললেন মমতা। টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে মমতা বললেন, ‘আমি এটাকে নির্বাচন কমিশন বলব না। বিজেপি কমিশন।’ কেন কমিশন আরটিআই-এর উত্তর দিচ্ছে না, সে নিয়েও প্রশ্ন মমতার। বিজেপি এবার যে ৪০০ পারের কথা বলছে, সেই ইস্যুতে তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘তাহলে কি বিজেপি (ইভিএম) চিপের উপরেই ভরসা করছে?’ বিজেপি যে ৪০০ পারের দাবি করছে, তার আদতে কোনও যৌক্তিকতা নেই বলেই মনে করছেন মমতা।
বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকার কে গঠন করবে, তা ঠিক করেন আমজনতা। সেক্ষেত্রে জ্যোতিষীরাও বলতে পারেন না, কে কত আসন পাবে। তিনি বলেন, ‘কোন হিসেব নিকেশের ভিত্তিতে মোদীবাবু বা বিজেপিবাবুরা একথা বলছেন, তা আমি জানি না।’