AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Durga puja: ‘প্রতিমা নয়, প্যান্ডেলের উদ্বোধন করলাম’, আগেভাগেই বলে দিলেন মমতা

Durga Puja 2025: আজ প্রথমে হাতিবাগান সর্বজনীনে পৌঁছন মমতা। তারপর ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন তিনি। মণ্ডপে প্রবেশ করেন তিনি। এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের শুরু। যদিও, মহলয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, "কালকে মহালয়ার মাতৃ তর্পণ হবে। মাতৃ-তর্পণের আগে মাতৃ-মূর্তির উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজ আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।"

Mamata Banerjee on Durga puja: 'প্রতিমা নয়, প্যান্ডেলের উদ্বোধন করলাম', আগেভাগেই বলে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 20, 2025 | 10:01 PM
Share

কলকাতা: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান। আর দেবীপক্ষের সূচনা। তবে মহলয়ার একদিন আগেই বড়-বড় পুজো মণ্ডপগুলি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শনিবার শ্রীভূমি-টালা প্রত্যয়-হাতিবাগান সর্বজনীনের মতো পুজোগুলির উদ্বোধন করেন তিনি।

আজ প্রথমে হাতিবাগান সর্বজনীনে পৌঁছন মমতা। তারপর ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন তিনি। মণ্ডপে প্রবেশ করেন তিনি। এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের শুরু। যদিও, মহলয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, “কালকে মহালয়ার মাতৃ তর্পণ হবে। মাতৃ-তর্পণের আগে মাতৃ-মূর্তির উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজ আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।” হাতিবাগানের পর এরপর মুখ্যমন্ত্রী পৌঁছন ‘টালা প্রত্যয়’। এর পাশাপাশি পুজো প্যান্ডেলে মাঝে-মাঝে বাংলা গান বাজানোরও আর্জি জানান তিনি।

এ দিকে, মহালয়ার আগেই পুজো উদ্বোধন করায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “শুভেন্দু- মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলব জাগো হিন্দু জাগো।” অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওঁর উপর মহাদেবের ভরসা আছে। মমতার উপর ভরসা আছে বলেই তো দেবী দুর্গাকে মহাদেব মর্তে পাঠাচ্ছেন। মা দুর্গার এই জনপ্রিয়তা তৃণমূল দাবি করে তারাই করেছে। মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্ধ্বে।” পাল্টা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে উদ্বোধন শুরু করেছেন তিনি মণ্ডপ উদ্বোধন করেন। উনি পুজো উদ্বোধন করেন না। ষষ্ঠীতে বোধন হবে। তার আগে পুজো উদ্বোধন হতে পারে না।”