Corona Cases Lockdown News: মৃত্যুহীন রাজ্যের ১৭ জেলা, সংক্রমণ এবং মৃত্যুর হারে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 11, 2021 | 12:20 AM

COVID-19 Daily Update: একাধিক রাজ্যে খোঁজ মিলছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। সাধারণ মানুষের অসা্বধানতা ও অতি সংক্রামক ভ্য়ারিয়েন্টের কারণেই কি আছড়ে পড়বে তৃতীয় ঢেউ?

Corona Cases Lockdown News: মৃত্যুহীন রাজ্যের ১৭ জেলা, সংক্রমণ এবং মৃত্যুর হারে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা
ফাইল ছবি

Follow Us

দেশে ফের একবার উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন, একদিনেই মৃত্যু হয়েছে ১২০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ -এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Jul 2021 09:10 PM (IST)

    মৃত্যুহীন রাজ্যের ১৭ জেলা, সংক্রমণ এবং মৃত্যুর হারে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা

    পজিটিভিটির হার কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচেও রইল বঙ্গে। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ কোভিড বুলেটিনে প্রকাশ পেয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৯৭ জন। একই সময়ে মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের ১৭ টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

    গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৫৪১ টি নমুনা পরীক্ষা রয়েছে। পজিটিভিটির হার এসে নেমেছে ১.৯০ শতাংশে। সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হয়েছে ১৫ হাজার ৩০৪। সুস্থতার হার বেড়ে ৯৭.৮০ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও সবার উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানেই রয়েছে নদিয়া। কলকাতার থেকেও মৃত্যু বেশি হয়েছে সেই জেলায়।

    সবিস্তারে পড়ুন: হাজারের দোরগোড়ায় আক্রান্ত, কলকাতা থেকেও নদিয়ায় মৃত্যু বেশি, শীর্ষে উত্তর ২৪ পরগনা

  • 10 Jul 2021 02:37 PM (IST)

    টিকা নাকি করোনা পরীক্ষা? বিদেশ ভ্রমণের শর্ত হওয়া উচিত কোনটি?

    বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনটা শর্ত হবে টিকা না কি করোনা পরীক্ষা (COVID Test)। এই নিয়ে এর আগেও ভিন্ন দেশের ভিন্ন মত দেখা গিয়েছে। ভারতে কোভ্যাক্সিন-প্রাপ্তদের বিদেশে গিয়ে অসুবিধার খবরও প্রকাশ্যে এসেছে। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি, তাই বিদেশে টিকাপ্রাপ্তদের অসুবিধা এড়াতে চায় ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, বিদেশ ভ্রমণের শর্ত হওয়া উচিত করোনা পীরক্ষা, ভ্যাকসিন নয়।

    বিস্তারিত পড়ুন: ভ্যাকসিন নয়, বিদেশ ভ্রমণের শর্ত হোক করোনা পরীক্ষা, দাবি জয়শঙ্করের


  • 10 Jul 2021 02:36 PM (IST)

    পর্যটকের ভিড়ে করোনাভীতি হিমাচল প্রশাসনের

    সংক্রমণের সূচক কিছুটা নিম্নমুখী হতেই পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সামাজিক দূরত্ব তো দূরের কথা, মুখে মাস্কটুকুও নেই কারোর। হাবভাব এমন যেন করোনা চিরতরেই বিদায় নিয়েছে। কেন্দ্রের সতর্কতার পর এ বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও পর্যটকদের সাবধানতা অবলম্বন ও কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিলেন।

    বিস্তারিত পড়ুন: ‘মনে হচ্ছে জেল থেকে ছাড়া পেলাম’, পাহাড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটকরা, ভয়ে কাঁটা প্রশাসন!

  • 10 Jul 2021 10:28 AM (IST)

    ছত্তীসগঢ়ে চলছে মহল্লা ক্লাস

    করোনা সংক্রমণের মাঝেও ছত্তীসগঢ়ে চলছে মহল্লা ক্লাস। সংক্রমণ শুরুর আগেই সরকারের তরফে শিশুদের পড়াশোনায় সাহায্য়ের জন্য় এই বিশেষ শিবির চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও ফের একবার শুরু হয়েছে মহল্লা ক্লাস।

  • 10 Jul 2021 10:22 AM (IST)

    ত্রিপুরায় খোঁজ মিলল ৯০ জন ডেল্টা প্লাস আক্রান্তের

    রাজ্যে সংক্রমণ বাড়ায় পরিস্থিতি পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। জোর দিতে বলা হয়েছিল করোনা পরীক্ষা ও কনট্যাক্ট ট্রেসিংয়ের উপর। তবে ১৫১টি নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতেই আসল কারণ সামনে এল। ত্রিপুরা(Tripura)-এ ৯০ জন করোনা আক্রান্তের দেহে মিলল “অতি সংক্রামক” ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট(Delta Plus Variant)-র উপস্থিতি, শুক্রবার রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় এই কথা।

    বিস্তারিত পড়ুন: রক্ষা পেল না উত্তর-পূর্ব ভারতও, ত্রিপুরায় খোঁজ মিলল ৯০ জন ডেল্টা প্লাস আক্রান্তের, জারি ২৪ ঘণ্টার কার্ফু

  • 10 Jul 2021 10:21 AM (IST)

    জগন্নাথের রথের দড়ি টানতে গেলে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

    করোনা সংক্রমণের কারণে এ বারও দর্শকশূন্য পুরী। মন্দিরের সেবক, যারা রথের দড়ি টানবেন, তাদের ভ্যাকসিনের দুটি ডোজ়ই নেওয়া থাকতে হবে এবং করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। প্রায় এক হাজার পুলিশ কর্মী থাকবেন গোটা বিষয়টি পরিচালনের জন্য।

  • 10 Jul 2021 10:17 AM (IST)

    টিকাকরণে এগিয়ে দিল্লি, পিছিয়ে বাংলা

    দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে যে হারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ, তাতে সময়ের আগেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসক-বিজ্ঞানীরা। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহতা এড়ানোর একমাত্র হাতিয়ার টিকাকরণ। তবে ক্রমশই লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে যাচ্ছে দেশ। কোনও রাজ্যে দেখা গিয়েছে টিকার ঘাটতি, কোথাও আবার লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না রাজ্যগুলি। টিকাকরণে বাংলার হালও শোচনীয়। লক্ষ্যমাত্রার তুলনায় ৬৬ শতাংশ পিছিয়ে রয়েছে রাজ্য।

    বিস্তারিত পড়ুন: টিকাকরণের দৌড়ে লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই বাংলা, সবথেকে এগিয়ে ও পিছিয়ে কোন রাজ্যগুলি জানেন? 

  • 10 Jul 2021 10:15 AM (IST)

    লেহ-লাদাখে ফের বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

    ফের একবার বাড়ছে লে-লাদাখে করেনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় লাদাখে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন, মৃত্যু হয়েছে একজনের। এই নিয়ে লাদাখে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১-এ। লেহতে সক্রিয় রোগীর সংখ্য়া ৯৩ ও কার্গিলে ৩৮।