Yechury on Mamata: ‘সরকারে সামিল হওয়া ওনার স্বভাব, বাজপেয়ি সরকারেও ছিলেন’, মমতা প্রসঙ্গে ইয়েচুরি
Mamata Banerjee: সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, "ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব।" ভোটের আবহে ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর এ হেন মন্তব্য ঘিরে নানা মহলে নানা চর্চা শুরু হয়।
কলকাতা: ইন্ডিয়া জোট নিয়ে ভোটের আবহে নানা কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জোটসংক্রান্ত বক্তব্য নিয়ে পাল্টা মুখ খুললেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। ইন্ডিয়া জোটে যাঁর ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, “ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব।” ভোটের আবহে ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর এ হেন মন্তব্য ঘিরে নানা মহলে নানা চর্চা শুরু হয়।
মমতা নিজেই পরে তাঁর এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি জোটে আছি। আমি ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে।”
সীতারাম ইয়েচুরি বলেন, “ইন্ডিয়া গঠবন্ধনে কোনও একজনের নিয়ন্ত্রণের কোনও প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো যদি জোটের নাম তিনিই দিয়ে থাকেন, ওনার দাবি যদি ঠিক হয়, তাহলে বাইরে থেকে আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন দেব, এ কথারই অর্থ কী? আবার বলেছেন, ইন্ডিয়া সরকার গঠন করলে উনি থাকবেন। সরকারের সঙ্গে থাকা ওনার অভ্যাস। বাজপেয়ির সরকারেও তিনি ছিলেন। সরকার হলে উনি থাকবেনই, এটা বিষয় নয়। কিন্তু প্রশ্ন, ওনার অবস্থান কী?”