CPIM Politburo Meeting: বিজেপি বিরোধী ঐক্যে ফাটল না ধরে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে পলিটব্যুরো বৈঠকে
CPIM Politburo Meeting: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। বৃহত্তর ঐক্যের স্বার্থে তাঁকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম।
কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বসতে চলেছে সিপিআইএম পলিটব্যুরো বৈঠক। আগামী ১৬ জুলাই সেই বৈঠক বসবে বলে জানা গিয়েছে। একদিনের সেই বৈঠকের মূল বিষয় হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে জয় পরাজয় মূল বিষয় নয়। বিজেপি বিরোধী ঐক্যের সেতু বন্ধনে যাতে কোনও ভুলচুক না হয়ে যায়, সেটা নিয়েই হবে আলোচনা।
রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সেই আলোচনায় উঠে আসবে উপ রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গও। সেখানে দলের ভূমিকা কী হবে, তা নিয়েই হবে আলোচনা। রাষ্ট্রপতি ভোটের ফল এনডিএ – এর বিরোধী পক্ষে আসবে, এমন আশাবাদীর সংখ্যা কার্যত নেই। সেই পরিস্থিতিতে পলিটব্যুরো বৈঠকে কেন এত গুরুত্ব পাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। বাম নেতাদের দাবি, মূলত বিজেপি বিরোধিতাতেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
বাদল অধিবেশনে সংসদের অন্দরে সিপিআইএমের ভূমিকা কী হবে, সে বিষয়ও ওই দিনের বৈঠকে উঠে আসবে। তাছাড়া বিভিন্ন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে খবর সিপিআইএম সূত্রে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম-সহ বাম দলগুলি। এই নিয়েই সিপিএমের নীচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এ দিকে, নির্বাচনের ১৬ জুলাইতেই বৈঠক করবেন জে পি নাড্ডা। দলীয় সাংসদদের নিয়ে সেই বৈঠক হবে। যেখানে মূলত রাষ্ট্রপতি ভোটের বিষয় প্রাধান্য পাবে। ভোট দেওয়ার ক্ষেত্রে কী কী খুঁটিনাটি বিষয় খেয়াল রাখতে হবে, সে সব নিয়ে আলোচনা হবে এই দিন। ভোটে যাতে ভুল না হয়, সেটা বুঝিয়ে দেবেন তিনি। বর্তমানে অনেক নতুন সাংসদ রয়েছেন দলে। তাঁদের ভোট প্রক্রিয়া সম্পর্কে বোঝাতেই বিজেপি বৈঠক ডেকেছে বলে সূত্রের খবর।