Gold Price Today : বৃহস্পতিতে ফের দাম বাড়ল সোনার দাম! ১০ গ্রাম সোনার দাম হল কত?

Gold Price Today : বেশ কয়েকদিন পর বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা।

Gold Price Today : বৃহস্পতিতে ফের দাম বাড়ল সোনার দাম! ১০ গ্রাম সোনার দাম হল কত?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 1:11 PM

কলকাতা : বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী ছিল সোনার দাম। তবে বৃহস্পতিবারই বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা। গত পাঁচ দিন পর বাড়ল হলুদ ধাতুর দাম। সোনার পাশাপাশি বাড়ল রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা।

বৃহস্পতিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৯০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৫২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৯০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৯,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯২৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জুলাইয়ের প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানোর পরই দাম দেশীয় বাজারে দাম বেড়েছিল সোনার। তবে সেই আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব সোনার বাজারে বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কয়েকদিন ধরে সোনার দামে সেই প্রতিফলনই দেখা গিয়েছে। গতকালও দাম কমেছিল সোনার। তবে এদিন দাম বাড়ল সোনার। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।

বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরেই সোনার দামে পতন দেখা গিয়েছে। বৃহস্পতিবার তা আরও কমল। গতকাল বিশ্বে এক আউন্স সোনার দাম ছিল ১,৭২৫.২৪ মার্কিন ডলার। এদিন তা আরও কমে হয়েছে ১,৭১৫.০১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

গতকাল দাম পড়েছিল টাইটান কোম্পানির শেয়ারের। বৃহস্পতিবার কিছুটা বাড়ল এই কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,১২৮.২০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৬৬.৩০ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়েছে। বৃহস্পতিবার পিসি জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৪৩.০৫ টাকা।