SSC Recruitment Case: এসএসসি-কাণ্ডে এবার তলব শিক্ষা সচিবকে, নিজাম প্যালেসে পৌঁছলেন মনীশ জৈন

SSC Recruitment Case: এসএসসি-কাণ্ডে উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আগেও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

SSC Recruitment Case: এসএসসি-কাণ্ডে এবার তলব শিক্ষা সচিবকে, নিজাম প্যালেসে পৌঁছলেন মনীশ জৈন
এসএসসি মামলায় তদন্ত করছে সিবিআই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 2:12 PM

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষাসচিব মণীশ জৈন কে তলব করল সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে তলব করা হয়। সেই মতো এ দিন নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন। যে সময় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময় এসএসএসির উপদেষ্টা কমিটিতে ছিলেন মণীশ জৈন, সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে।

সূত্রের খবর, তাঁকে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্য সদস্যদেরও এই বিষয়ে জেরা করেছে সিবিআই। এ বার রাজ্যের শিক্ষা সচিবকেও ডেকে পাঠানো হল। নিয়োগ কী ভাবে হত? কার নির্দেশে নিয়োগ প্রক্রিয়া চলত? কেউ বিশেষ কোনও নির্দেশ দিতেন কি না, এই সব নিয়েই প্রশ্ন করা হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাই কোর্টে। যোগ্যতার নিরিখে নিয়োগ হয়নি বলে অভিযোগ উঠেছে এসএসসি পরীক্ষার্থীদের তরফে। সেই অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্ট বেশ কিছু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও এই মামলায় তলব করা হয়েছিল। উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, এসএসসি-র প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা ও সমরজিৎ আচার্যকে ৪৬৫, ৪১৭ ও ৩৪ নম্বর ধারায় শাস্তি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয় বাগ কমিটির রিপোর্টে। ষড়যন্ত্র, নথি জালিয়াতি ও প্রতারণার মামলার সুপারিশ করা হয়। অভিযোগ, ওই কর্তারাই ভুয়ো সুপারিশ পত্র তৈরি করে দিতেন। শুধু মূল অফিস নয়, জোনাল অফিসে থাকা কর্তাদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এসএসসি-র পর ইতিমধ্যেই অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধেও। বোর্ডের কর্তাদের বাড়িতে গিয়ে তল্লাশি করেছে সিবিআই।