Durga Puja 2025: চতুর্থীর সন্ধ্যাতেই জনজোয়ার, ‘আর বৃষ্টি চাই না’, একটাই কথা দর্শনার্থীদের
Durga Puja Crowd: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডের সেই থিম ইতিমধ্য়েই সেই থিম সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। মণ্ডপের দরজা খুলতেই ব্যাপক উন্মাদনা দেখা গেল দর্শনার্থীদের মধ্যেও।

কলকাতা: বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। কিন্তু তাতে কী! চতুর্থীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় নামল মানুষের ঢল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে একডালিয়া, সর্বত্রই উপচে পড়ল মানুষের ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডের সেই থিম ইতিমধ্য়েই সেই থিম সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। মণ্ডপের দরজা খুলতেই ব্যাপক উন্মাদনা দেখা গেল দর্শনার্থীদের মধ্যেও। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তারপরেই দেখা গেল জনজোয়ার। দর্শনার্থীদের মুখে একটাই কথা, খুবই ভাল থিম হয়েছে। দেখে খুবই ভাল লাগল। কেউ আবার বলছেন, সপ্তমী-অষ্টমীতে ভিড় অনেক বেশি থাকবে তাই আগেই দেখে নিতে চাইলাম।
তবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়, বাদামতলা আষাঢ় সংঘতেও দেখা গেল জনসমুদ্রের ছবি। এবার তাঁদের থিম ‘আর্জি’। সেখান থেকেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক দর্শনার্থী বললেন, “মাঝেমাঝেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু সমস্যা তৈরি করলেও বেরিয়ে পড়েছি। চাইছি বৃষ্টিটা যেন আর না হয়। আমরা তো গোটা বছর এই পুজোর জন্য আশা করে থাকি।”
ব্যাপক ভিড়ের ছবি দেখা গেল হাতিবাগান সার্বজনীনেও। দূর-দূরান্তের জেলা থেকেও ছুটে এসেছেন অনেক মানুষ। তবে শুধু কলকাতা নয়, একের পর এক জেলাতেও দেখা গেল একই ছবি। বৃষ্টি উপেক্ষা করে বারাসতের ৪-এর পল্লিতেও উপচে পড়ল মানুষের ঢেউ। এখানের থিম বীরগাঁথা। থাকছে ভীষ্মের শরশয্যা। সেই সঙ্গে রযেছে অভিমুন্য বধ। কমিটির সদস্যরা বলছেন, পৌরাণিক কাল থেকে এখনও পর্যন্ত যে সকল বীর দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা সেগুলিকেই তাঁদের পুজো মণ্ডপে তুলে ধরেছেন।
