DA Protest: ‘ভিক্ষা গ্রহণ করছি না’, বর্ধিত DA প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

DA Protest: কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৪০ শতাংশ। ৪ শতাংশ বৃদ্ধির পর সেই ফারাক কমে হল ৩৬ শতাংশ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ভাস্কর ঘোষ জানান বর্ধিত ডিএ প্রত্যাখ্যান করছেন তাঁরা।

DA Protest: 'ভিক্ষা গ্রহণ করছি না', বর্ধিত DA প্রত্যাখ্যান  আন্দোলনকারীদের
সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারী ভাস্কর ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:04 PM

কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন মিলে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামিকাল শুক্রবার নবান্নের কাছেই ধরনা দেওয়ার কথা ডিএ আন্দোলনকারীদের। তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। নতুন বছর অর্থাৎ আগামী ১ জানুয়ারি ৪ শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। তবে এই ঘোষণাতেও ঝাঁঝ কমছে না আন্দোলনের। ‘ভিক্ষা গ্রহণ করা হবে না’ বলে মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৪০ শতাংশ। ৪ শতাংশ বৃদ্ধির পর সেই ফারাক কমে হল ৩৬ শতাংশ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ভাস্কর ঘোষ জানান বর্ধিত ডিএ প্রত্যাখ্যান করছেন তাঁরা। তিনি বলেন, “যেখানে বাকি থাকে ৪০ শতাংশ, সেখানে ৪ শতাংশ দেওয়া ভিক্ষা ছাড়া আর কিছু নয়। এটা আমাদের অধিকার। এটা প্রদান কতে হবে।”

সেই সঙ্গে এই আন্দোলনকারীদের আরও একটি দাবি হল, ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, নিয়োগের জন্য সদিচ্ছা লাগে। এই ঘোষণাকে নৈতিক জয় বলে উল্লেখ করলেও আন্দোলনকারীরা বলছেন, “অধিকারের স্বীকৃতি এটা নয়। আমরা দয়া ভিক্ষার পাত্র নই।”

আন্দোলনকারীরা আরও জানিয়েছেন, শুক্রবার যে ধরনা কর্মসূচি রয়েছে, সেটা বহাল থাকছে। নবান্নের কাছে বসবেন তাঁরা। আদালতের নির্দেশ মতো ৩০০ জনকে নিয়ে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ।